মূলধনের বৈশিষ্ট্য হলো-
i. মূলধন বর্তমান আয়ের উৎস
ii. মূলধন মানুষের শ্রম দ্বারা সৃষ্ট
iii. মূলধনের উৎপাদন খরচ রয়েছে
নিচের কোনটি সঠিক?
জনাব রিদওয়ান দিনাজপুর শহর থেকে ১৫ কি.মি দূরে আগানগরে একটি লিচুর জুস তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন। উন্নতজাতের লিচু প্রক্রিয়াকরণের মাধ্যমে সুস্বাদু জুস তৈরি করায় সারাদেশে এ জুসের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
জনাব রিদওয়ান জুস তৈরির কারখানা স্থাপনের কোন সুবিধাটি গুরুত্বসহকারে বিবেচনা করেছেন?