অপ্রত্যাবর্তী প্রক্রিয়া-
i. একটি দ্রুত প্রক্রিয়া
ii. একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
iii. সিস্টেম তাপগতীয় সাম্যাবস্থা বজায় রাখে না
নিচের কোনটি সঠিক?
কার্নোচক্রের দ্বিতীয় ধাপে-
ⅰ. চাপ হ্রাস পায়
ii. তাপমাত্রা হ্রাস পায়
iii. আয়তন হ্রাস পায়
রেফ্রিজারেটর প্রকোষ্ঠে রক্ষিত খাদ্যদ্রব্য হতে গৃহীত তাপ Q2 এবং পরিবেশে বর্জিত তাপ Q1 হলে কার্যসহগ K এর মান হল-
- ৪° এবং 27°C তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটি হিমায়কের সর্বোচ্চ কার্যকৃত সহগ কত?
একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 40%। এর নিম্ন তাপাধারের তাপমাত্রা 70° C হলে-
i. উচ্চ তাপধারণের তাপমাত্রা 571.67 K
ii. এটি গৃহীত তাপের 30% কাজে রূপান্তর করে
iii. শক্তির সংরক্ষণশীলতা নীতি সংরক্ষিত হয়
ইঞ্জিনটির দক্ষতা 60% করতে হলে-
i. উৎসের তাপমাত্রা 750K করতে হবে
ii. তাপ গ্রাহকের তাপমাত্রা 150 K কমাতে হবে
iii. উৎসের তাপমাত্রা 150K বাড়াতে হবে
এনট্রপির ক্ষেত্রে
i. একক Nm/k
ii. dS = 0 হয় অপ্রত্যাবর্তী ক্রিয়ায়
iii. রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এটি ধ্রুবক থাকে