সমোষ্ণ প্রসারণের ক্ষেত্রে-
i. অভ্যন্তরীণ শক্তি স্থির থাকে
ii. ইহা দ্রুত প্রক্রিয়া
iii.. পাত্রের উপাদান সুপরিবাহী
নিচের কোনটি সঠিক?
রুদ্ধতাপীয় পরিবর্তন -
i. দ্রুত সংঘটিত হয়
ii. অপরিবাহী পাত্রে সংঘটিত হয়
iii. PV-1 ধ্রুবক
সমোষ্ণ প্রক্রিয়ার শর্তসমূহ হচ্ছে-
i. গ্যাস আধার তাপ নিরোধক হবে
ii. চাপের পরিবর্তন হয় ধীর গতিতে
iii. তাপমাত্রা ধ্রুব থাকে
ধীরে ধীরে চাপ বৃদ্ধি করায় কোনো সিস্টেমের চাপ 2 Pa হতে 4 Pa হলো। এক্ষেত্রে সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 200 এ বৃদ্ধি পেলো। সিস্টেমের-
1. সরবরাহকৃত তাপ 200 j
ii. কৃতকাজ শূন্য
iii. তাপমাত্রা বৃদ্ধি পাবে
বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো-
i. সমোষ্ণ প্রক্রিয়ায় dQ= dW
ii. সমআয়তন প্রক্রিয়ায় dQ= du
iii. রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় du=dw
তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য-
i. সমোষ্ণ প্রক্রিয়ায়, dU = 0
ii. রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, dW =-dU
iii. সমআয়তন প্রক্রিয়ায়, dQ = dU
যদি গৃহীত তাপ Q1 এবং বর্জিত তাপ Q2 তাহলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা-
একটি তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা পাই-
i. এর দক্ষতা উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রার ওপর নির্ভর করে
ii. এর দক্ষতা কখনও 100% হতে পারে না
iii. এটি শীতল উৎস থেকে তাপ উষ্ণ পরিবেশে স্থানান্তর করে