20ms-1 বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হলো। বুলেটের তাপমাত্রা সর্বোচ্চ কত বৃদ্ধি পাবে?
1.0 × 105 Nm-2 স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন 0.04 m3 থেকে প্রসারিত হয়ে 0.05 m3 হলো। বহিঃস্থ কাজের পরিমাণ কত?
আপেক্ষিক তাপ বিশিষ্ট একটি বস্তুর সমস্ত গতিশক্তি তাপশক্তিতে পরিণত হওয়ায় তার তাপমাত্রার পার্থক্য হয় △θ। বস্তুটির গতিবেগ কত ছিল?
আয়তন অপরিবর্তিত রেখে কোনো গ্যাস যদি কিছু তাপ প্রয়োগ করা হয়, তাহলে ঐ গ্যাসের ক্ষেত্রে-
i. চাপ বৃদ্ধি পায়
ii. গতিশক্তি বৃদ্ধি পায়
iii. তাপমাত্রা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
T1 ও T2 তাপমাত্রার দুটি বস্তুর অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে U1 ও U2 যেখানে T1 > T2 । বিচ্ছিন্ন সিস্টেমে বস্তুদ্বয় তাপীয় সাম্যাবস্থার আসলে নিচের কোনটি ঘটে?