সমবিভব তলের বৈশিষ্ট্য হলো-
i. দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না
ii. সমবিভব তলে আধানগুলো গতিশীল থাকে।
iii. সমবিভব তলকে তড়িৎ বল রেখাগুলো সমকোণে ছেদ করে।
নিচের কোনটি সঠিক?
0.1 Cm-1 সুষম রৈখিক চার্জ ঘনত্ব বিশিষ্ট একটি চিকন লম্বা দন্ড বরাবর 2.0 m দূরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত?
তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে-
i. তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি
ii. তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর তড়িৎ প্রাবল্য সর্বোচ্চ'
iii. তড়িৎ দ্বিমেরুর সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ বিভব সর্বোচ্চ
তড়িৎ দ্বিমেরু ভ্রামক
i. একটি ভেক্টর রাশি
ii. এর একক Cm²
iii. দিক ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে
কোনো পরিবাহীর ধারকত্ব নির্ভর করে এর-
i. আকারের উপর
ii. মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের ওপর
iii. তাপমাত্রার উপর
একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 2m2 । এর মাঝে 1mm পুরু বায়ুস্তর থাকলে ধারকত্ব হবে-
বায়ুতে একটি সমান্তরাল পাতধারকের প্রতি পাতে চার্জের তলমাত্রিক ঘনত্ব 8.854 × 10-12Cm-2 । ধারকের অভ্যন্তরে K = 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত পদার্থ প্রবেশ করানো হলে তড়িৎ প্রাবল্য হবে-