স্থির চাপে একটি গ্যাসে তাপ প্রয়োগ করায় এর—
i. তাপমাত্রা বেড়ে যাবে
ii. বহিছে কাজ সম্পন্ন হবে
iii. আয়তন বেড়ে যাবে
নিচের কোনটি সঠিক?
উপরোল্লিখিত উদ্দীপকের ক্ষেত্রে-
i. A ও B গোলকের পৃষ্ঠে তড়িৎ বিতদের মান সমান ।
ii. A ও B গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্যের মান সমান
iii. A ও B গোলফের পৃষ্ঠের আধান ঘনত্ব সমান
γ=53 এর জন্য কোনটি সঠিক?
△Q ধনাত্মক হয় যখন-
i. সিস্টেমের অন্তঃস্থশক্তি বৃদ্ধি পায়
ii. সিস্টেমে তাপ সরবরাহ করা হয়
iii. সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়
যদি বায়ুপূর্ণ একটি বেলুন ফেটে যায়, প্রক্রিয়াটিতে-
i. কাজ সম্পন্ন হয়েছে
ii. অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে
iii. এনট্রপির পরিবর্তন হয়েছে
তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ হলো-
i. dW=TdS-dU
ii. dU=TdS-pdV
iii. dW=TdS-CVdT
কুলম্বের সূত্র
i. কেবল বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য
ii. গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য
iii. মাধ্যমের উপর নির্ভর করে
সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে। দূরত্বে (r > R) তড়িৎ প্রাবল্য হলো-
একটি তড়িৎ দ্বিমেরুর বিভব-
i. দ্বিমেরুর অক্ষ থেকে দুরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
ii. দ্বিমেরুর অক্ষ থেকে দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক
iii. শূন্য, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে