সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে-
i. প্রত্যেক পাতের ক্ষেত্রফলের ওপর
ii. পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ঘনত্বের ওপর
নিচের কোনটি সঠিক?'
একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য 150 V। ধারকে সঞ্চিত শক্তি-14.9 × 10-7J। ধারকের ধারকত্ব কত?
কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা হলো-
i. এর দ্বারা চৌম্বক বল নির্ণয় করা যায় না।
ii. অনিয়মিত আকৃতির বস্তুর জন্য প্রযোজ্য নয়
iii. বস্তুদ্বয়ের দূরত্বের তুলনায় এদের আকার ক্ষুদ্র হতে হবে
নিচের কোনটি সঠিক?
একটি তারকে টেনে লম্বা করলে-
ⅰ, আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়
ii. রোধ বৃদ্ধি পায়
iii. রোধ হ্রাস পায়
শূন্য মাধ্যমে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 0.03 cm হলে তরঙ্গটির কম্পাঙ্ক কত? (শূন্যস্থানে আলোর দ্রুতি 3 × 108ms-1)
একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য 3λ4 হলে ঐ বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত হবে?