p- n জাংশন ডায়োড ব্যবহার করা যায়-
i. বিবর্ধক হিসেবে
ii. একমুখীকারক হিসেবে
iii. ভোল্টেজ স্থিতিকারক হিসেবে
নিচের কোনটি সঠিক?
তাপমাত্রা পরিবর্তন করার ক্ষেত্রে—
i. উৎসের তাপমাত্রা বৃদ্ধি করায় ইঞ্জিনের দক্ষতা বাড়ে
ii. গ্রাহকের তাপমাত্রা হ্রাস করায় ইঞ্জিনের দক্ষতা বাড়ে
iii. উভয় ক্ষেত্রে ইঞ্জিন দ্বারা কৃত কাজ সমান নয়
যদি তারটির ইয়ং গুণাংক Y, তামার তারের ইয়ং গুণাংক 5 × 109Nm-2, ইস্পাতের তারের ইয়ং গুণাংক 10× 1012Nm-2 হয়, তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
[YCu = তামার তারের ইয়ং গুণাংক
Ys= ইস্পাতের তারের ইয়ং গুণাংক]
একটি সরল দোলকের ববের ভর 5gm এবং কার্যকর দৈর্ঘ্য 13cm। ববটিকে সাম্যবিন্দুগামী উল্লম্ব রেখা থেকে 5cm দূরে টেনে ছেড়ে দেয়া হলে,
i. সাম্যবিন্দু অতিক্রম কালে গতিশক্তি 4.9×10-4 J
ii. ব্যবস্থাটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে
iii. ববের ত্বরণ সরণের সমানুপাতিক
হির চাপে গ্যাসের তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তনের লেখচিত্রে P বিন্দুর তাপমাত্রা হচ্ছে-
i. 0° C
ii. 0K
iii. - 273 ° C
একটি তারে ক্রমাগত ভর চাপালে ভার-সম্প্রসারণ লেখচিত্র OABC এর ন্যায় হয়। আবার চাপানো ভর ক্রমাগত সরিয়ে নেওয়ায় CBP পথের ন্যায় হয়। এক্ষেত্রে-
i. OP তারের স্থায়ী প্রসারণ বোঝায়
ii. AB অংশ পূর্ণস্থিতিস্থাপক
iii. OA অংশ হুঁ'কের সূত্র মেনে চলে