"আল্লাহ যার কল্যাণ চান তিনি তাকে দীন সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান দান করেন।" আয়াতে কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
সাওমের সময়কাল কোনটি?
ইসলামি শরিয়তের ব্যাবহারিক দিকের প্রধান ভিত্তি কী?
জনাব তারেক সাহেব একজন ফিকহবিদ, এর ফলে তিনি কী অর্জন করবেন?
মাযহাব শব্দের অর্থ কী?
কোন ইমাম ৪০ জনের সম্পাদনা পরিষদ গঠন করেন?
হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা কে?
'কুতুবে আবু হানিফায়' কতটি মাসয়ালা রয়েছে?
কারা হানাফি মাযহাবকে বিশেষ সম্মানের চোখে দেখতেন?
কোন ইবাদতের সাথে মানুষের শরীর ও আত্মার সংশ্লিষ্টতা রয়েছে?
জনাব শাহ আলম প্রতি বছর তার সম্পদের হিসাব করে সঠিকভাবে জাকাত আদায় করেন। এর মাধ্যমে তিনি ইসলামের কোন বিধানটি পালন করেছেন?
হজের সময় বিদায়ী তাওয়াফ করা কাদের জন্য ওয়াজিব?
ইসলামের হুকুম-আহকাম প্রবর্তনের কারণ কী?
ফিকহশাস্ত্রকে কে সুবিন্যস্ত ও সুসংহতভাবে প্রতিষ্ঠা করেন?
কোন মাযহাবে মদিনাবাসীর আমলকে দলিল মনে করা হয়নি?
পরম শান্তিময় জান্নাতের নিচ দিয়ে কী প্রবাহিত হবে?
নিজে থেকে কিছু করার ক্ষমতা কাদের নেই?
হানাফি মাযহাব জনপ্রিয় হয়েছে- i. সহজ-সরল ফিক্সি মাসয়ালার জন্যii. তত্ত্ব-তথ্য ভিত্তিক ফিক্হ এর কারণেiii. কিয়াসকে আনুপাতিক ধর্ম গ্রহণের জন্যনিচের কোনটি সঠিক?
কত বছর সাধনা করে ইমাম আবু হানিফা ফিকহ সম্পাদনা পরিষদ গঠন করেন?
বান্দা যদি সঠিক নিয়ম-কানুন মেনে সাওম পালন করেন তাহলে তিনি লাভ করবেন-
i. আল্লাহর সন্তুষ্টি
ii. অন্যায় থেকে সুরক্ষা
iii. দয়া, ক্ষমা ও মুক্তি
নিচের কোনটি সঠিক?