'বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান?' - আয়াতটি কোন সুরার?
দারুল আরকাম কোথায় অবস্থিত?
প্রথম পর্যায়ে লাওহে মাহফুয থেকে সম্পূর্ণ কুরআন একসাথে বায়তুল ইযযায় কোন রাতে অবতীর্ণ হয়?
মানুষ কীভাবে আল্লাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ করবে?
অনুষ্ঠানিক ইবাদত কোনটি?
শফিকুর রহমান আল্লাহর আদিষ্ট কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করেন। তার যেসব কাজ ইবাদত বলে গণ্য হবে- i. ব্যবসা করাii. সন্তানদের খোঁজ-খবর নেওয়াiii. নামাজ আদায়নিচের কোনটি সঠিক?
পৃথিবীতে আল্লাহ মানুষকে কী হিসেবে মনোনীত করেছেন?
ধনী, গরিব সবার জন্য ফরজ ইবাদত কোনটি?
ইসলামে মৌলিক ইবাদত কত প্রকার?
আল্লাহ তায়ালা পর্যায়ক্রমে খণ্ড খণ্ডভাবে কুরআন নাজিলের পেছনে কয়টি কারণ ব্যাখ্যা করেছেন?
সুরা বাকারা, আলে-ইমরান, নিসা, মায়িদা, আনফাল প্রভৃতি কোন সুরার দৃষ্টান্ত?
মক্কি সুরাসমূহে নির্দেশ দেয়া হয়েছে-
i. উন্নত চরিত্র গঠনের
ii. দৈহিক ও পবিত্রতা অর্জনের
iii. সামাজিক রীতিনীতি অনুশীলনের অন্তরের
নিচের কোনটি সঠিক?
দৈনন্দিন কাজের পূর্বে যেসব বিষয় বিশ্বাস করলে আল্লাহর হক আদায় হয়-i. আল্লাহর কোনো অংশীদার নেইii. আল্লাহ সবকিছুর স্রষ্টাiii. আল্লাহর হাতেই সব সৃষ্টির রিজিক নিচের কোনটি সঠিক?
ব্যবহারগত ক্ষেত্র ও পাত্রভেদে সালাত শব্দটির কয়টি বিশেষ অর্থ রয়েছে?
নামাজে কোন সময় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়?
সালাত অস্বীকার করা কী?
কোন ইবাদতে বিনয় ও আনুগত্যের পূর্ণ প্রকাশ ঘটে?
আমরা যে কারণে সালাত আদায় করব- i. আল্লাহর সন্তুষ্টির জন্যii. সুখী হবার জন্যiii. আল্লাহর নৈকট্য লাভের জন্যনিচের কোনটি সঠিক?
সুলতান খুব ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস করতে চায়, এক্ষেত্রে সে ইসলামের কোন ভিত্তিটির আমল করবে?