কাকে সুফিবাদের শাস্ত্রীয় ও তাত্ত্বিক প্রতিষ্ঠাতা বলা হয়?
জনাব মাসুদ এক সুফিসাধক। তিনি একজন শীর্ষস্থানীয় সুফির অনুস্মরণে সাধনা করেন। দুঃখ ও চিন্তাকে তিনি সর্বদা নিজের সঙ্গী করে নিয়েছেন? জনাব মাসুদ কোন মহান সুফির অনুসরণ করছেন?
'সুলতানুল হিন্দ' কার উপাধি?
সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত 'দ্বীন-ই ইলাহী'র বিরোধিতা করেন কে?
নাজিলের সময় বিবেচনায় কুরআনের সুরাসমূহকে কী নামে ভাগ করা হয়েছে?
কারা মানুষের কাছে আল্লাহর বাণী পৌছে দেন?
পবিত্র কুরআন মাজিদে রয়েছে-
i. পূর্ববর্তী সব কিতাবের সারবস্তু
ii. পৃথিবীর সব জ্ঞান-বিজ্ঞানের বর্ণনা
iii. আরবের সব গ্রন্থের সারমর্ম
নিচের কোনটি সঠিক?
আল কুরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কী?
স্থায়ী কল্যাণ লাভ করা যায় কীসের মাধ্যমে?
ধর্মীয় জীবনে তাসাউফের প্রয়োজন- i. ইমান সুদৃঢ় করতেii. অন্তরকে পাপ মুক্ত করতেiii. নেক আমলকে গ্রহণীয় করতে নিচের কোনটি সঠিক?
তাসাউফ শব্দের শাব্দিক অর্থ কী?
ইসলামের বাহ্যিক দিক কোনটি?
ইসলাম কোন বিষয়টি সমর্থন করে না?
রাসুল (স)-এর হেরা গুহায় ধ্যানের মধ্যে তাসাউফের কোন পদ্ধতির সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায়?
মানব সৃষ্টির প্রকৃত রহস্য উন্মোচন করেছে কোন গ্রন্থ?
মুসলমানরা মর্যাদাবান হয়েছিল কেন?
আল কুরআন সত্য পথের দিশা ও প্রমাণ হওয়ার কারণে একে কী বলা হয়?
কুরআন মাজিদকে স্পষ্ট প্রমাণ বোঝাতে কোন নামে অভিহিত করা হয়েছে?
সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবে কাদের কল্যাণ ও অকল্যাণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে?
জ্ঞানগর্ভ কিতাব পবিত্র কুরআনকে মহান আল্লাহ বর্ণনা করেন মানুষের-
i. হেদায়েতের উৎস হিসেবে
ii. রহমতের উৎস হিসেবে
iii. অভাব মোচনের উৎস হিসেবে