হাসানের মধ্যে কোন গুণটি থাকায় সে খেজুর খেতে পারেনি?
কোন মাসে পবিত্র কুরআন নাজিল হয়?
জামিল রমজানের রোজা সঠিকভাবে পালন করে। কিন্তু তার বন্ধু রাসেল সারাদিন না খেয়ে থাকার পক্ষপাতী নয়। শরিয়তের দৃষ্টিতে রাসেলকে কী বলা হবে?
শরিয়তে নির্ধারিত জাকাত আদায়ের হার কত?
আর্থিক ইবাদত কোনটি?
রাসুল (স) মুয়াজকে কোথায় প্রেরণ করেন?
কিয়াস ইসলামি শরিয়তের কততম উৎস?
জনাব তৌফিক ব্যবসায় ক্ষেত্রে একটি সমস্যায় পড়লেন। যার সরাসরি কোনো সমাধান কোথাও নেই। সেক্ষেত্রে তিনি- i. নিজের বিচার বৃদ্ধি প্রয়োগ করবেনii. পূর্বের কোনো নীতিকে দৃষ্টান্ত হিসাবে গ্রহণ করবেনiii. ব্যবসায়িক স্বার্থ দেখবেননিচের কোনটি সঠিক?
আল্লাহ মদ হারাম করেছেন কেন?
ইসরাইল জাতি নবিগণের অনুসরণ না করে তাদের কী করেন?
মুসা (আ) উদ্বাস্তু স্বজাতিকে নিয়ে কোথায় গমন করেন?
তুর পর্বতে কতদিন ইবাদত করার পর আল্লাহ্ তায়ালা মুসা (আ) কে কিতাব ও ফুরকান দান করেন ?
আল্লাহ্ তায়ালা বনি ইসরাইলকে রৌদের তীব্রতা থেকে বাঁচাতে কোনটির ছায়া দান করেন?
'ইল্লাতুল জামিয়া' বলতে কী বোঝায়?
তারা কি কুরআন সম্পর্কে চিন্তা গবেষণা করে না। না তাদের অন্তরে তালাবন্ধ করে দেওয়া হয়েছে।' এটি কোন সুরার অংশ?
জনাব তৌফিক ইসলাম নানা বিষয় নিয়ে গবেষণা করেন। তাকে কী বলা হয়?
সামর্থ্যবান মুসলিমদের জীবনে কতবার হজ ফরজ?
আল্লাহ্ নির্দেশিত 'ক্ষমা চাই'-এর পরিবর্তে বনি ইসরাইল কী বলতে বলতে জেরুজালেমে প্রবেশ করে?
মুনাফিকের মিত্রদেরকে কুরআনে কী বলা হয়েছে?
আল্লাহ তায়ালার নির্দেশে জিবরাঈল (আ) কোন পরিবহণে চড়িয়ে আদম (আ)-কে বিশ্বজাহান পরিভ্রমণ করান?