সাধারণভাবে মানুষের ওপর কয় রকম অধিকার আদায় ফরজ?
কারো মালিকানাভুক্ত সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেয়াকে কী বলে?
চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ইসলামি নির্দেশ মতে কাদের এগিয়ে আসতে হবে?
কুরআন মাজিদে অপহরণকে কী বলা হয়েছে?
রাসুলুল্লাহ (স)-এর পরস্পরের ওপর পরস্পরের রক্ত, সম্পদ ও সম্মান হারাম সম্পর্কিত ঘোষণাটি কোন হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত?
আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দ কী?
আশিকপুর গ্রামের একটি মেয়ে আত্মহত্যা করেছে। এর ফলে আখিরাতে তার পুরস্কার হবে কোনটি?
বিয়ের সময় বা পরে কনের অভিভাবক ও পরিবার বাধ্য হয়ে পাত্রপক্ষকে যে সম্পদ, অলংকার, আসবাবপত্র প্রভৃতি প্রদান করে তাকে কী বলে?
নারীর অংশ রয়েছে-
i. পিতামাতার পরিত্যক্ত সম্পদে
ii. প্রতিবেশীর পরিত্যক্ত সম্পদে
iii. আত্মীয়-স্বজনদের পরিত্যক্ত সম্পদে
নিচের কোনটি সঠিক?
ফসলের জাকাত কোনটি?
ইসলামি ব্যাংকিং ব্যবস্থার উদ্দেশ্য কী?
নিকৃষ্ট বস্তু উৎকৃষ্ট বস্তুর সাথে মিশানোকে কী বলে?
ইসলামি অর্থনীতিতে জাকাত প্রদানের উদ্দেশ্য কী?
ফসল অথবা নগদ অর্থের মাধ্যমে কোনটি আদায়যোগ্য?
পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে-i. ব্যক্তির লাগামহীন ভোগের সুযোগii. সুদনির্ভর অর্থব্যবস্থাiii. সম্পদের রাষ্ট্রীয় মালিকানানিচের কোনটি সঠিক?
জনাব আমান নিয়মিত সালাত আদায় করলেও জাকাত দিতে অস্বীকার করেন। তার এরূপ অস্বীকার ইসলামের দৃষ্টিতে কী?
ইসলামি রাষ্ট্রের আয়ের উৎস কয়টি?
ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাথে -
i. মেলামেশা এড়িয়ে চলতে
ii. সংঘাত এড়িয়ে চলতে
iii. কলহ এড়িয়ে চলতে
জিহাদ কত প্রকার?
আমর বিল মারুফ' বলতে কী বোঝায়?