বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি অন্যতমরূপ যার অর্থ হচ্ছে 'একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসা।' এটি কী?
বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে কোনটি ব্যাখ্যা দেওয়া যায় না বলে তোমার মনে হয়?
ওজন, গতি, বিস্তৃতি, আকৃতি ইত্যাদি হচ্ছে জড়বস্তুর মুখ্যগুণ। এগুলোর ক্ষেত্রে সঠিক তথ্য কোনটি?
ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ Explanation যেটি থেকে উদ্ভূত হয়েছে-
i. Explanare শব্দ থেকে
ii. Explanue শব্দ থেকে
iii. ল্যাটিন ভাষা থেকে
নিচের কোনটি সঠিক?
ব্যাখ্যার ক্ষেত্রে অবরোহ হচ্ছে-
i. সার্বিক নিয়ম থেকে অনুসৃত
ii. একটি প্রক্রিয়া
iii. ব্যাখ্যা আরোহ পদ্ধতির অন্তর্গত
ব্যাখ্যার ধরনে ভিন্নতা আসে যে কারণে-
i. স্থানভেদে
ii. কালভেদে
iii. পাত্রভেদে
যুক্তিবিদ্যায় ব্যাখ্যাকে যে নামে অভিহিত করা হয়-
i. প্রচলিত ব্যাখ্যা
ii. লৌকিক ব্যাখ্যা
iii. বৈজ্ঞানিক ব্যাখ্যা
বৈজ্ঞানিক ব্যাখ্যায় যা করা হয়-
i. প্রকৃতির স্বাভাবিক নিয়মের অধীনে আনা হয়
ii. সহজবোধ্য করা হয়
iii. ঘটনার কার্যকারণ বিবেচনা করা হয় না
বৈজ্ঞানিক ব্যাখ্যা যেভাবে করা হয়-
i. একটি ঘটনাকে বিচার-বিশ্লেষণ করা হয়
ii. এর বাহ্যিক ও অন্তর্নিহিত সম্বন্ধগুলোকে আবিষ্কার করা হয়
iii. প্রমাণের পরিপ্রেক্ষিতে ঘটনাটির অনিবার্য কারণ নির্ণয় করা হয়
নিয়ম সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো-
i. কোনো বিশিষ্ট ঘটনাকে একটি নিয়ম দ্বারা ব্যাখ্যা করা
ii. সেই নিয়মের সাথে কোনো ব্যাপকতর নিয়মের সাদৃশ্য নির্ণয়
iii. উভয় নিয়মকে সংযুক্ত করা
আরোহ অনুমান-
i. ঘটনা ব্যাখ্যা করার ক্ষেত্রে প্রথমে একই জাতীয় বিশেষ বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করা
ii. বিশেষ বিশেষ ঘটনাকে সামান্যীকরণের মাধ্যমে ঘটনার ব্যাখ্যা করা
iii. এভাবে বিশেষ ঘটনাকে সার্বিক ঘটনায় উপনীত হওয়ার প্রক্রিয়া
শীতলা দেবীর কারণে বসন্ত রোগ হয়- এটি যে ধরনের ব্যাখ্যা?
i. এটি আদিকাল থেকে প্রচলিত
ii. এটি একটি অন্ধ বিশ্বাস
iii. এটি একটি কুসংস্কার
কোনো ঘটনার কারণ আবিষ্কার করতে হলে যেটি প্রয়োজন-
i. ঘটনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা
ii. অন্যান্য ঘটনা থেকে পৃথক করার জ্ঞান থাকা
iii. ঘটনাটির ফলাফল অনুমান করা
লিপির বৈজ্ঞানিক ব্যাখ্যাটি ভ্রান্ত। এর সমর্থনযোগ্য কারণ-
i. এর শর্তগুলো না পালন
ii. ঘটনার পুনরুক্তি
iii. জানা ঘটনাকে সহজ মনে করা
শিমলা একটি ঘটনাকে কেবল ভাষাগত পরিবর্তন করে ব্যাখ্যা
i. একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটে
ii. ব্যাখ্যার বিষয়টি আরও জটিল আকার ধারণ করে
iii. এতে ব্যাখ্যার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়
আরিফের অনেক সময় প্রাকৃতিক কোনো ঘটনার ব্যাখ্যা ভ্রান্ত হয়। এ অবস্থার প্রযোজ্য কারণ হলো-
i. অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে ব্যাখ্যা করা
ii. অতিপ্রাকৃত কারণ দেখানো
iii. কুসংস্কারের বশবর্তী না হওয়া
বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটি প্রযোজ্য-
i. বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত
ii. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযোগক্রিয়া বর্তমান
iii. বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে যুক্ত
স্নিগ্ধার ব্যাখ্যাটি লৌকিক। তার এ লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রযোজ্য-
i. এটি সাধারণ মানুষের ব্যাখ্যা
ii. এতে ব্যক্তিগত বিশ্বাসকে প্রাধান্য দেওয়া হয়
iii. এ ব্যাখ্যা যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে প্রদান করতে পারে
ব্যাখ্যার প্রধান কাজ-
i. দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করা
ii. বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করা
iii. অনুবাদ করা
ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার যৌক্তিক কারণ-
i. কৌতূহল নিবৃত্তি
ii. দৈনন্দিন জীবন
iii. বৈজ্ঞানিক জ্ঞানার্জন