বন্যা হবার পর ফসল নষ্ট হয়েছে-এখানে সাপেক্ষ পদ-
i. বন্যা হওয়া
ii. ফসল নষ্ট হওয়া
iii. বন্যার পরবর্তী অবস্থা
নিচের কোনটি সঠিক?
কোন নীতি অনুযায়ী কোনো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না?
৩ কেজি ওজনের লোহা দিয়ে একটি পাত্র তৈরি করা হলো। পাত্রটি তৈরির পূর্বে যে পরিমাণ লোহা ছিল তৈরির পরেও সে পরিমাণ লোহা থাকবে। এটা কোন নীতি অনুসরণ করে?
'উত্তাপের জন্য বরফ গলে'-এখানে বরফ গলা হলো-
i. কারণ
ii. কার্য
iii. কারণের পরবর্তী ঘটনা
কারণ হচ্ছে কার্যের-
i. কালিক পূর্ববর্তী ঘটনা
ii. অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা
iii. শর্তহীন পূর্ববর্তী ঘটনা
'একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দ্বারা ঘটতে পারে'-এ মতবাদের নাম কী?
বহুকারণবাদ অনুসারে কার্যের কয়েকটি কারণ হলো-
i. রোগ
ii. আত্মহত্যা
iii. সাপের কামড়
বহুকারণবাদের সমালোচনাকারীদের মতে বহুকারণবাদ কী সম্ভব?
বহুকারণবাদ অনুসারে মৃত্যুর কারণ হতে পারে-
i. দুর্ঘটনা
ii. বার্ধক্য
iii. রোগ
কোন নীতি অনুযায়ী কোন বস্তুকে সৃষ্টি বা ফাংস করা যায় না, কেবল এক বসতুকে অন্য বস্তুতে রূপান্তর করা যায়?
বহুকারণবাদের গ্রহণযোগ্যতা লক্ষণীয়-
i. বৈজ্ঞানিক ক্ষেত্রে
ii. ব্যবহারিক জীবনে
iii. দৈনন্দিন জীবনে
যে মতবাদ মনে করে যে, একাধিক কারণ সমন্বিত হয়ে একটি মিশ্র কার্যের সৃষ্টি হয় তাকে কী বলা হয়?
কারণ হলো কার্যের -
i. অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা
ii. শর্ত নিরপেক্ষ পূর্ববর্তী ঘটনা
iii. অব্যবহিত পূর্ববর্তী ঘটনা
H2O-এই সংকেতটি একটি-
i. মিশ্র কার্য
ii. বহুকারণ
iii. যৌগিক কার্য
সংজ্ঞার ইংরেজি প্রতিশব্দ Definition শব্দটির উর্ধ্ব হয়েছে কোন শব্দ থেকে?
Definitio শব্দটির উল্ফ হয়েছে কোন ভাষা থেকে?
"সংজ্ঞাই হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের আদি ও অন্ত।"- উক্তিটি কার?
পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতি বলা হয় কোনটিকে?
সংজ্ঞার উপাদান কয়টি?
সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের ব্যব্রুর্থ কীরূপ?