সংজ্ঞা প্রদান করা হয়-
সংজ্ঞার ক্ষেত্রে সাধারণত কয়টি নিয়ম মেনে চলতে হয়?
যৌক্তিক সংজ্ঞা নিচে কোনটির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে?
জাত্যর্থ হলো-i. আসন্নতম জাতিii. বিভেদক লক্ষণiii. অবান্তর লক্ষণনিচের কোনটি সঠিক?
বর্ণনার ক্ষেত্রে উল্লেখ করতে হয়-i. বিভেদক লক্ষণii. অবান্তর লক্ষণiii. উপলক্ষণনিচের কোনটি সঠিক?
যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে কোনটির অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে জানা যায়?
কোনটি অনুমানের ভাষায় প্রকাশিতরূপ?
যুক্তির আঙ্গিক উপাদান কী?
কোনটির মাধ্যমে যুক্তিবাক্য গঠিত হয়?
কোনটির দ্বারা পদের প্রকৃতি ও অর্থ সুস্পষ্টভাবে জানা সম্ভব?
কোনো বিষয়বস্তু সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণার প্রথম পদক্ষেপ কোনটি?
যুক্তিবিদ বেইনের মতে, কারণ হলো কার্য সৃষ্টির জন্য-
i. প্রয়োজনীয় শর্তাবলির সমষ্টি
ii. পারিপার্শ্বিক ঘটনাবলির সমষ্টি
iii. অপ্রয়োজনীয় শর্তাবলির সমষ্টি
নিচের কোনটি সঠিক?
কারণের বৈশিষ্ট্য কয়টি?
কারণের পরিমাণগত বৈশিষ্ট্য বলতে কী বোঝায়?
কারণের পরিমাণগত বৈশিষ্ট্য কয়টি বৈজ্ঞানিক সূত্রের ওপর প্রতিষ্ঠিত?
বন্যা হবার পর ফসল নষ্ট হয়েছে-এখানে সাপেক্ষ পদ-
i. বন্যা হওয়া
ii. ফসল নষ্ট হওয়া
iii. বন্যার পরবর্তী অবস্থা
কোন নীতি অনুযায়ী কোনো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না?
৩ কেজি ওজনের লোহা দিয়ে একটি পাত্র তৈরি করা হলো। পাত্রটি তৈরির পূর্বে যে পরিমাণ লোহা ছিল তৈরির পরেও সে পরিমাণ লোহা থাকবে। এটা কোন নীতি অনুসরণ করে?
'উত্তাপের জন্য বরফ গলে'-এখানে বরফ গলা হলো-
i. কারণ
ii. কার্য
iii. কারণের পরবর্তী ঘটনা
কারণ হচ্ছে কার্যের-
i. কালিক পূর্ববর্তী ঘটনা
ii. অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা
iii. শর্তহীন পূর্ববর্তী ঘটনা