'একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দ্বারা ঘটতে পারে'-এ মতবাদের নাম কী?
বহুকারণবাদ অনুসারে কার্যের কয়েকটি কারণ হলো-
i. রোগ
ii. আত্মহত্যা
iii. সাপের কামড়
নিচের কোনটি সঠিক?
বহুকারণবাদের সমালোচনাকারীদের মতে বহুকারণবাদ কী সম্ভব?
সমালোচকদের মতে বহুকারণবাদ মানুষের কী থেকে উৎপত্তি?
কোন নীতি অনুযায়ী কোন বস্তুকে সৃষ্টি বা ফাংস করা যায় না, কেবল এক বসতুকে অন্য বস্তুতে রূপান্তর করা যায়?
বহুকারণবাদের গ্রহণযোগ্যতা লক্ষণীয়-
i. বৈজ্ঞানিক ক্ষেত্রে
ii. ব্যবহারিক জীবনে
iii. দৈনন্দিন জীবনে
যে মতবাদ মনে করে যে, একাধিক কারণ সমন্বিত হয়ে একটি মিশ্র কার্যের সৃষ্টি হয় তাকে কী বলা হয়?
কারণ হলো কার্যের -
i. অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা
ii. শর্ত নিরপেক্ষ পূর্ববর্তী ঘটনা
iii. অব্যবহিত পূর্ববর্তী ঘটনা
H2O-এই সংকেতটি একটি-
i. মিশ্র কার্য
ii. বহুকারণ
iii. যৌগিক কার্য
কোনো বিষয়বস্তু সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণার প্রথম পদক্ষেপ কোনটি?
একটি শব্দের ভাষাগত জটিলতা ও দুর্বোধ্যতা দূর করার মাধ্যম কোনটি?
কে আধুনিক যুক্তিবিদ হিসেবে পরিচিত?
Introduction to Logic গ্রন্থটি কার লেখা?
যুক্তিবিদ কপি'র মতে, সংজ্ঞার উদ্দেশ্য কোনটি?
"ভাষা একটি জটিল প্রক্রিয়া, যা মানুষ আয়ত্ত করে যান্ত্রিক প্রক্রিয়ায় অনুশীলনীর মাধ্যমে।"- উক্তিটি কার?
দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষা কীরূপ?
সংজ্ঞার অন্যতম উদ্দেশ্য কোনটি?
কোনো বিষয় সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূরীকরণে কোনটি একমাত্র মাধ্যম হিসেবে কাজ করে?
একাধিক কারণ সমন্বিত হয়ে মিশ্র কার্যের সৃষ্টি হলে তাকে কী বলে?
একই কার্য একাধিক পৃথক পৃথক কারণ দ্বারা সম্পন্ন হলে তাকে কী বলে?