উৎপাদনের স্বরূপ হলো-
i. আটা থেকে রুটি তৈরি
ii. বাড়িতে শখে বাগান করা-
iii. মোবাইল ফোন মেরামত করা
নিচের কোনটি সঠিক?
উৎপাদন অপেক্ষক দ্বারা কী জানা যায়?
কোনটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক?
দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক দেখানোর কৌশলকে কী বলে?
উপাদানের সাথে উৎপাদনের সম্পর্ক কেমন?
উপকরণ-উৎপাদন সম্পর্ক প্রকাশ পায় কোন অপেক্ষক দ্বারা?
খাতভিত্তিক উৎপাদন অপেক্ষক কত প্রকার?
উৎপাদন ও উপকরণের মধ্যকার কারিগরি সম্পর্ককে বলে-
একটি উৎপাদন অপেক্ষকে, উৎপাদনের সাথে নিম্নে কোনটির সম্পর্ক প্রকাশ পায়?
সমজাতীয়তার ভিত্তিতে উৎপাদন অপেক্ষক কত প্রকার?
মূলধন নিবিড় প্রযুক্তি কৌশল কোনটি?
স্বল্পকালে একটি উপকরণ-
মার্শাল, রিকার্ডো ও ম্যালথাস কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির বিজ্ঞানভিত্তিক ধারণা দেন?
উৎপাদন, বিধি কত প্রকার?
সাধারণত কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি অধিক কার্যকর?
উৎপাদন বিধি কীসের পরিমাণ নির্দেশ করে?
উৎপাদন প্রক্রিয়ায় উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে কী হারে বাড়ে?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথা কী?
সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে ধারণা দেন কে?
উৎপাদন ব্যবস্থায় উপকরণ বৃদ্ধির সাথে উৎপাদন কৌশল ও প্রযুক্তিগত পরিবর্তন করা হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কী হয়?