কাউকে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলে কোন উপযোগের সৃষ্টি হয়?
কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু ও সেবাকর্ম প্রয়োজন তাকে বলে-
উৎপাদনের কোন উপাদানটি অবিনশ্বর?
উৎপাদনের চারটি উপাদানের মধ্যে কোনটি সর্বপ্রথম অংশগ্রহণ করে?
উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?
কোনটি সক্রিয় উপকরণ?
যন্ত্রপাতি, কাঁচামাল উৎপাদনের কোন উপকরণ?
উৎপাদনের কোন উপকরণ ঝুঁকি বহন করে?
ভূমি ও মূলধন নিজে উৎপাদন প্রক্রিয়া শুরু করতে না পারায় কী হিসেবে গণ্য হয়?
উৎপাদনের মানবিক উপাদান কোনটি?
কোনটি শ্রমের বৈশিষ্ট্য?
MC রেখা AC রেখার কোথায় ছেদ করে?
প্রান্তিক উৎপাদনের কোন পর্যায়ে মোট উৎপাদন সর্বোচ্চ হয়?
কোন স্তরে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন সমান হয়?
কোন স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম হয়?
প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোন বিন্দুতে ছেদ করে?
সাবু ১ বিঘা জমিতে ১০ জন শ্রমিক দিয়ে ধান উৎপাদন করেছে। তার শ্রমিক প্রতি গড় উৎপাদন ৬০ কেজি হলে ওই জমিতে মোট কত কেজি ধান সে পেয়েছে?
মোট শ্রম উপকরণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে কী পাওয়া যায়?
উৎপাদনের ক্ষণস্থায়ী উপাদান-
i. শ্রম
ii. মূলধন
iii. সংগঠন
নিচের কোনটি সঠিক?
উৎপাদনের বৈশিষ্ট্য হলো-
i. বস্তুগত উপকরণ ও বস্তুগত উৎপাদন
ii. সময় ও কারিগরি জ্ঞান
iii. উপযোগ ও বিনিময় মূল্য