অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
নতুন উপযোগ সৃষ্টি করাকে কী বলে?
অর্থনীতিতে উৎপাদন করার পর সৃষ্ট উপযোগের কী থাকতে হবে?
কাদের মতে, উৎপাদন হলো কোন নতুন জিনিস সৃষ্টি করা?
একটি উপাদানের অতিরিক্ত এক একক নিয়োগ থেকে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে বলে-
আমজাদ মিস্ত্রি কাঠ দিয়ে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করেন। অর্থনীতিতে এ আসবাবপত্র তৈরির কাজটি কেমন?
অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায়-
i. নতুন বস্তু সৃষ্টি
ii. নতুন উপযোগ সৃষ্টি
iii. উপযোগ বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করা যায়-
i. বস্তুর রূপ ও স্থান পরিবর্তন করে
ii. সময় ও গতি পরিবর্তন করে
iii. সময়, সেবা এবং মালিকানার পরিবর্তন করে
উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কী বলে?
উৎপাদনের উপকরণ কয়টি?
উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি?
গ্রামের কলা, ফলমূল, সবজি শহরে স্থানান্তর করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
কীভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়?
রহিম তুলা থেকে সুতা সংগ্রহ করে নিজ বাড়িতে শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি করেন। তার তৈরিকৃত শাড়ি, লুঙ্গি ও গামছায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
রাজশাহীর আম কুমিল্লায় নিয়ে আসলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
জানুয়ারি মাসে উৎপাদিত আলু জুন মাসে বিক্রয় করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
শহরে ময়লা-আবর্জনা হতে বিশেষ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন হলে, কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
গায়ক এর গান কোন ধরনের উপযোগ?
একটি দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হলে কী উপযোগ সৃষ্টি হবে?