D = 5 - P সমীকরণে স্বাধীন চলক কোনটি?
একটি রেখাচিত্রের আকৃতি কীরূপ হবে তা জানতে কোনটি প্রয়োজন?
কোনো রেখার উল্লম্ব উচ্চতা ও অনুভূমিক দূরত্বের অনুপাতকে কী বলে?
সাধারণত চাহিদা রেখার ঢাল কীরূপ হয়?
কোন রেখার প্রতিটি বিন্দুতে ঢাল স্থির থাকে?
কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে?
সমপরাবৃত্তকার চাহিদা রেখার বৈশিষ্ট্য কী?
D = f (P); এখানে 'f' কীসের প্রতীক?
D = a - bP চাহিদা সমীকরণ থেকে অঙ্কিত চাহিদা রেখা কীরূপ হবে?
চাহিদা রেখায় লম্ব অক্ষে কোন চলকের পরিবর্তন পরিমাপ করা হয়?
D=10-2P হলে এক্ষেত্রে কোনটি অধীন চলক?
কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয়?
একটি রেখার স্থিতিস্থাপকতা শূন্য হলে ঢাল কত?
অর্থনীতিতে সমপরাবৃত্তকার রেখার উদাহরণ হলো-
i. চাহিদা রেখা
ii. গড় স্থির ব্যয় রেখা
iii. ভোগরেখা
নিচের কোনটি সঠিক?
অর্থনৈতিক চলক হচ্ছে-
ⅰ. চাহিদা
ii. যোগান
iii. দাম
মূলত স্থিতিস্থাপকতা উদ্ভূত হয়েছে কোন বিষয় থেকে?
চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার?
চাহিদার একক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান কত?
অত্যাবশ্যকীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা কীরূপ হয়?
ডালের দাম ২০ টাকা থেকে ৩০ টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে ৮ একক থেকে ৬ একক হয়। এক্ষেত্রে ডালের দাম স্থিতিস্থাপক কত হবে?