চাহিদা রেখা নিম্নগামী হওয়ার কারণ কী?
চাহিদা রেখার প্রতিটি বিন্দুতে নির্দেশ করে-
i. দ্রব্যের দাম
ii. দ্রব্যের প্রকৃতি
iii. দ্রব্যের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ব্যক্তিগত চাহিদা কোন ধরনের ধারণা?
বাজার চাহিদা কী ধরনের ধারণা?
বাজারে সব ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে কী বলে?
একজন ভোক্তার চাহিদাকে কোন চাহিদা বলে?
একজন ভোক্তা বিবেচনা করা হয় কোন ক্ষেত্রে?
বাজার চাহিদার ক্ষেত্রে কতজন ভোক্তা থাকে?
কখন জনগণের চাহিদা কমে?
চাহিদা নির্ধারণকারী বিষয়গুলোর মধ্যে অন্যতম কোনটি?
ব্যক্তিগত চাহিদা রেখাসমূহের যোগফল থেকে কোন রেখা পাওয়া যায়?
ব্যক্তিগত চাহিদা ৫ ও ১০ একক হলে বাজার চাহিদা কত হবে?
কোনটির পরিবর্তন হলে বৈদ্যুতিক পাখা, পাতলা কাপড়, ঠাণ্ডা জাতীয় পানীয় দ্রব্যের চাহিদার পরিবন ঘটে?
চাহিদা রেখা অঙ্কন করা হয় যে কারণে-
i. চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশের জন্য
ii. চাহিদার পরিমাণ নির্দেশের জন্য
iii. দাম পরিবর্তনের জন্য
চাহিদা বাড়ে যখন-
i. সঞ্চয় কমে
ii. সম্পদের সুষম বণ্টন হয়
iii. আয় বৃদ্ধি পেলে
অর্থনীতিতে পরিপূরক দ্রব্য হলো-
i. মোটরগুড়ি-পেট্রোল
ii. টর্চলাইট-ব্যাটারি
iii. ভাত-রুটি
চাহিদা রেখার স্থানান্তর ঘটবে যদি-
i. ভোক্তার আয়ের পরিবর্তন হয়
ii. সংশ্লিষ্ট দ্রব্যের দামের পরিবর্তন হয়
iii. ভোক্তার রুচির পরিবর্তন হয়
কোনটির মান পরিবর্তনশীল?
চলক কি?
D = 20 - 4P অপেক্ষকটির মধ্যে D ও P কী?