S = – 10 + 2P একটি যোগান সমীকরণ। কত টাকা দামে দ্রব্যটির যোগান শূন্য হবে?
একটি অপেক্ষক দ্বারা কী প্রকাশ ঘটে?
কোনো অপেক্ষকে কয়টি স্বাধীন চলক থাকতে পারে?
নির্ভরশীলতার দৃষ্টিকোণ থেকে চলককে কয় ভাগে ভাগ করা যায়?
যে রাশির মান পরিবর্তিত হয় না তাকে কী বলে?
যে চলক অন্য চলকের ওপর নির্ভরশীল তাকে কোন চলক বলে?
কোনো তথ্যের যে বৈশিষ্ট্য সব অবস্থাতেই অপরিবর্তিত থাকে, তাকে কী বলে?
অর্থনৈতিক চলক পরিবর্তন হয় কীসের ভিত্তিতে?
অর্থনীতির সাথে সম্পর্কিত চলকসমূহকে কী বলে?
কোন চলক অন্য চলকের পরিবর্তন ঘটাতে পারে?
যেসব বিষয়ের মান গাণিতিক প্রক্রিয়ায় সব সময়ে স্থির থাকে তাকে কী বলে?
অধীন চলক বলতে কী বোঝায়?
গাণিতিক প্রক্রিয়ায় যার মান স্থির তাকে কী বলে?
স্বাধীন চলক দ্বারা বোঝায়-
i." ইচ্ছামতো মান প্রয়োগ করতে পারে
ii. মান নির্ণয়ে অন্যের ওপর নির্ভরশীল
iii. মান নির্ণয়ে মুখ্য ভূমিকা পালন করে
নিচের কোনটি সঠিক?
ধ্রুবককে প্রকাশ করা হয়-
ⅰ. ১,২,৩ গাণিতিক সংখ্যা দ্বারা
ii. A, B, C ইংরেজি বর্ণ দ্বারা
iii. a, B, Y গ্রিক বর্ণ দ্বারা
D= 20 - 2P চাহিদা অপেক্ষকটিতেー
i. D হলো স্বাধীন চলক এবং P হলো অধীন চলক
ii. D ও P এর মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান
iii. চাহিদা রেখাটির ঢালের মান ২
চলক বলতে বোঝায়-
ⅰ. যা পরিবর্তিত মান গ্রহণ করে
ii. যা নির্দিষ্ট মান গ্রহণ করে
iii. যা স্থানভেদে ভিন্ন হয়
ঢাল কি?
চাহিদা অপেক্ষকে কীসের মধ্যে সম্পর্ক দেখানো হয়?
Q=a-bP কোন ধরনের অপেক্ষককে নির্দেশ করে?