'Mikros' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
সামষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ 'Macro' এসেছে কোন শব্দ থেকে?
'The General Theory of Employment, Interest and Money' বইটির লেখক কে?
কোনটিতে একটি দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র পাওয়া যায়?
কোনটি সামষ্টিক অর্থনৈতিক চলক নয়?
কে সর্বপ্রথম ব্যষ্টিক ও সামষ্টিক শব্দ দুটি ব্যবহার করেন?
অর্থনীতির যে শাখায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলি আলোচনা করা হয় তাকে কী বলে?
ব্যষ্টিক অর্থনীতিতে কোন ধরনের খাতের আলোচনা হয়?
'Principles of Economics' বইটির লেখক কে?
অর্থনীতির বিভিন্ন ক্ষুদ্র এককের বা গ্রুপের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করাকে কী বলে?
সামষ্টিক অর্থনীতির জনক কে?
কেইনসীয় অর্থশাস্ত্র কোন সময়ের রচনা?
অর্থনৈতিক ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করার প্রক্রিয়াকে কী বলে?
অর্থনীতির ধারাকে যখন জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন সেটি কোন অর্থনীতিকে নির্দেশ করে?
'সামষ্টিক অর্থনীতি হলো অর্থনীতির এমন শাখা যা সমগ্র অর্থনীতি নিয়ে আলোচনা করে'- কে বলেছেন?
কোনটি সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়?
অর্থনৈতিক ধারার জাতীয় পর্যায়ের বিশ্লেষণকে কী বলে?
ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি যথাক্রমে-
i. গ্রিক শব্দ Mikros ও Makros হতে উদ্ভব হয়েছে
ii. অর্থনীতির বৃহৎ ও ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে
iii. অর্থনীতির আংশিক ও পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করে
নিচের কোনটি সঠিক?
সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হলো-
i. জাতীয় আয়
ii. সুদের হার
iii. ফার্মের মুনাফা
সামষ্টিক অর্থনীতিতে অন্তর্ভুক্ত থাকে-
ii. জাতীয় উৎপাদন
iii. ব্যক্তিগত চাহিদা