'A' দেশটি মুক্ত বাজার অর্থনীতির দেশ। দেশটিতে দ্রব্যের দাম নির্ধারিত হয়-
i. কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে
ii. চাহিদা ও যোগানের মাধ্যমে
iii. স্বয়ংক্রিয় দামব্যবস্থা দ্বারা
নিচের কোনটি সঠিক?
কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?
'শ্রেণি শোষণ অনুপস্থিত' কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য?
কোন সালে সর্বপ্রথম রাশিয়ায় সমাজতন্ত্রের গোড়াপত্তন হয়?
স্ট্যালিন কোন সালে মার্কসীয় অর্থনীতির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নে নির্দেশমূলক অর্থনীতি চালু করেন?
'ক' একটি কেন্দ্রীয় পরিকল্পনাভিত্তিক দেশ। দেশটিতে সম্পদের মালিক কে?
নির্দেশমূলক অর্থনীতিতে উৎপাদন প্রক্রিয়া কে নিয়ন্ত্রণ করে?
কীরূপ অর্থব্যবস্থায় 'মুদ্রাস্ফীতি' নেই?
কোন অর্থনৈতিক ব্যবস্থায় জমি, কারখানা, খনি ও অন্যান্য সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে?
নির্দেশমূলক অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা কেমন?
'গণভোগ তহবিল' কীভাবে গঠন করা হয়?
কোন অর্থব্যবস্থায় বেকারত্ব অনুপস্থিত থাকে?
কোন অর্থব্যবস্থায় একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়?
মিতু একটি সমাজতান্ত্রিক দেশ পরিদর্শনে যায়। সে দেশটিতে কী দেখতে পায়?
প্রত্যেকে মজুরি পাবে তার কাজ অনুযায়ী- এটি কোন অর্থব্যবস্থার মূলনীতি?
শুধু সামাজিক উদ্যোগের মাধ্যমে উৎপাদন, কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?
সমাজতন্ত্রে উৎপাদন কার্য পরিচালিত হয়-
i জাতীয় চাহিদার ভিত্তিতে
ii সামগ্রিক কল্যাণের জন্য
iii রাষ্ট্রের কল্যাণের জন্য
নির্দেশমূলক অর্থনীতিতে-
i. কেন্দ্রীয় পরিকল্পনা অনুসরণ করা হয়
ii. উপকরণের ব্যক্তি মালিকানা বিদ্যমান
iii. শ্রেণি শোষণ অনুপস্থিত
কোন অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত?
কোন ধরনের অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগে দ্রব্য উৎপাদন ও দাম নিয়ন্ত্রিত হয়?