পর্যায়গত উপযোগ ধারণা ব্যাখ্যা করেন কোন অর্থনীতিবিদ?
ব্যবহারের মাধ্যমে যখন দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয়, তখন তাকে কী বলে?
২টি আম ভোগের ফলে মোট উপযোগ হলো ১২ টাকা। ৩টি আম ভোগের ফলে যদি মোট উপযোগ ১৫ টাকা হয় তাহলে ভোক্তার প্রান্তিক উপযোগ কত?
সমাজে মর্যাদা বৃদ্ধি পায় কোন দ্রব্য ভোগের মাধ্যমে?
চাহিদা রেখা স্থানান্তরের কারণ কী?
স্বাধীন ও অধীন চলকের মধ্যে নির্ভরশীল সম্পর্কের গাণিতিক প্রকাশকে কী বলে?
গাণিতিক প্রক্রিয়ায় যা কিছুর মান পরিবর্তনশীল তা হলো-
D = 20 - 5P চাহিদা সমীকরণ হলে, কোন দামে চাহিদার পরিমাণ শূন্য হবে?
কোনো রেখার Y অক্ষের দূরত্বকে X অক্ষের দূরত্ব দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতা কোন ধরনের?
নিচের কোন পণ্যটির চাহিদা অস্থিতিস্থাপক?
কলম ও কালি পরস্পর কোন ধরনের দ্রব্য?
প্রতি কেজি চাউলের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হলে সাজ্জাদ সাহেবের মাসিক চাউলের চাহিদা ১০০ কেজি থেকে কমে ৮০ কেজি হয়। চাউলের দাম স্থিতিস্থাপকতা কত?
Es=∆Qs∆p. PQs এটি কোন স্থিতিস্থাপকতার সূত্র?
শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যোগান রেখার আকৃতি হবে-
অর্থনীতিতে চাহিদা হতে হলে-
i. কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা থাকতে হবে
ii. দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে ভাইচাশ
iii. অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন হয়?
প্রান্তিক উপযোগ যখন শূন্য (০) হয় তখন মোট উপযোগ কী হয়?
ভোক্তা নির্দিষ্ট দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে কী বলে?
চাহিদা রেখা বামদিকে স্থানান্তরের কারণ-