বাংলাদেশে এক ও দুই টাকা মুদ্রা হলো-
i. রূপান্তরের অযোগ্য মুদ্রা
ii. সসীম বিহিত মুদ্রা
iii. ঐচ্ছিক মুদ্রা
নিচের কোনটি সঠিক?
সরকার কর্তৃক প্রচলিত বিহিত মুদ্রা হলো-
i. ধাতব মুদ্রা
ii. কাগজি নোট
iii. চেক ও প্রাইজবন্ড
সসীম বিহিত মুদ্রার বৈশিষ্ট্য হলো-
i. নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়
ii. জনগণকে অধিক গ্রহণে বাধ্য করা যায়
iii. জনগণ তার ইচ্ছা অনুযায়ী গ্রহণ করে
J. M. Keynes এর মতে, অর্থের চাহিদা কয়টি?
নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতাকে কী বলে?
আয় ও মুদ্রার চাহিদার মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান?
মুদ্রার আয় বাড়লে ও কমলে সতর্কতামূলক চাহিদা কী হয়?
দামস্তর বেড়ে গেলে অর্থের চাহিদার কীরূপ পরিবর্তন ঘটে?
প্রান্তিক ভোগ প্রবণতা বেশি হলে অর্থের চাহিদার কীরূপ পরিবর্তন হয়?
মুদ্রার ফটকা চাহিদা কীসের ওপর নির্ভর করে?
বাজার সুদের হারের সাথে মুদ্রার ফটকা চাহিদার সম্পর্ক কী?
অর্থ সরবরাহ থেকে কোন উপাদানটি বাদ দিলে চাহিদা আমানত পাওয়া যায়?
জনসাধারণ হাতে নগদ মুদ্রা ধরে রাখতে চায় কারণ মুদ্রা দ্বারা-
i. আর্থিক সংকট মোকাবিলা করা যায়
ii. প্রয়োজনে কাজে লাগানোর জন্য সঞ্চয় করা যায়
iii. ফটকা কারবার করা যায়
মুদ্রার লেনদেন চাহিদা নির্ভর করে-
i. আয়
ii. মুদ্রার সরবরাহ
iii. সুদের হার
মুদ্রার যোগান সৃষ্টি হয় কয়টি উপাদানের সমন্বয়ে?
মুদ্রার যোগান ধারণাটি ব্যবহূত হয় কয়টি অর্থে?
দামস্তর বাড়লে অর্থের মূল্যের কীরূপ পরিবর্তন হয়?
জনগণের হাতে মুদ্রা কোনটি নির্দেশ করে?
মুদ্রার যোগান থেকে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত মুদ্রা ও বাণিজ্যিক ব্যাংকের ভল্টে রক্ষিত মুদ্রা বাদ দিলে কী পাওয়া যায়?
একটি দেশের জনগণের হাতের মুদ্রা ও ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে কী বলে?