মুদ্রার কার্যাবলিকে কয় ভাগে ভাগ করা হয়?
অর্থ প্রধান চারটি কাজ ছাড়াও আরও কিছু কাজ করে। সেগুলো হলো-
i. তারল্যের মান
ii. স্থগিত লেনদেনের মান
iii. সামাজিক মর্যাদার প্রতীক
নিচের কোনটি সঠিক?
অজিত চৌধুরী তার গ্রামের পাঁচ বিঘা জমি বিক্রি করে ঢাকায় পাঁচ কাঠা জমি ক্রয় করেন। এখানে অর্থ কাজ করে-
ⅰ. ঋণের ভিত্তি হিসেবে
ii. মূল্য স্থানান্তর হিসেবে
iii. সঞ্চয়ের বাহন হিসেবে
মূল্য স্থানান্তরের বাহন হিসেবে মুদ্রা সাহায্য করে-
ⅰ. আর্থিক লেনদেনে
ii. দেনা পরিশোধে
iii. সম্পদ ব্যবহারে
ব্যবসায়িক লেনদেন ও দেনাপাওনার নিষ্পত্তি সম্পন্ন হতে পারে-
i. বিহিত মুদ্রা দ্বারা
ii. আমানত দ্বারা
iii. ঋণপত্র দ্বারা
বিহিত মুদ্রাকে কয়ভাগে ভাগ করা যায়?
লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহারের ক্ষেত্রে আইনগত স্বীকৃতি ও বাধ্যবাধকতা আছে কোনটির?
বিহিত মুদ্রা কী?
কোনটি বিহিত মুদ্রা?
কোনটির তারল্যমান অসীম?
ব্যবসায়িক লেনদেন কয়ভাবে সম্পন্ন হয়?
কোন মুদ্রা দ্বারা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা যায়?
দুই টাকার নোট কোন ধরনের মুদ্রা?
বাংলাদেশের একশ টাকার নোট কোন ধরনের মুদ্রা?
বাংলাদেশে কোন ধরনের মুদ্রাকে প্রতিনিধিত্বমূলক মুদ্রা বলা হয়?
কোন মুদ্রা দ্বারা যেকোনো পরিমাণ লেনদেন করা যায়?
রহিম করিমের কাছে ১০ হাজার টাকা পাবে। করিম তাকে ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ টাকা ও ৫ টাকার ধাতব মুদ্রা দিয়ে মোট টাকা দিলো। কিন্তু রহিম তা প্রত্যাখ্যান করলো। করিমের প্রদত্ত মুদ্রাটি কোন মুদ্রা?
বিশ্বের প্রায় সকল দেশে কোন ধরনের মুদ্রা প্রচলিত আছে?
কোন মুদ্রার পরিবর্তে চাওয়ামাত্র সরকারকে সমমূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে?
বিহিত মুদ্রা-
i. আইন দ্বারা প্রচলিত
ii. কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত
iii. যেকোনো অংকের দেনা-পাওনা পরিশোধযোগ্য