কেন্দ্রীয় ব্যাংক এমন একটি ব্যাংক,
i. ঋণ নিয়ন্ত্রণকারীর ক্ষমতা হ্রাস করে
ii. ঋণ নিয়ন্ত্রণ করে
iii. মুদ্রাবাজার ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
অর্থনৈতিক মন্দার সময় ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক-
i. সুদের হার কমায়
ii ঋণপত্র বিক্রয় করে
iii নগদ জমার হার কমায়
কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে-
i. ব্যাংক হারের পরিবর্তন করে
ii. রিজার্ভের হার পরিবর্তন করে
iii. সরকারকে পরামর্শ দানের মাধ্যমে
ATM কার্ড এর সুবিধা হলো-
i. চেকের প্রয়োজন হয় না
ii. যেকোনো সময় টাকা ওঠানো যায়
iii. ব্যাংকে যেতে হয় না
সবচেয়ে তরল সম্পদ কোনটি?
কীভাবে বিনিময় ব্যবস্থা সহজ ও গতিশীল হয়েছে?
'The State Theory of Money' গ্রন্থটির লেখক কে?
দ্রব্য বিনিময়ের অসুবিধা দূর করেছে কোনটি?
ধরা যাক, কোন ব্যক্তি পাঁচ টাকা দামে একটি কলম ক্রয় করল। এক্ষেত্রে পাঁচ টাকা কী?
বিনিময়কে সহজ করতে ভূমিকা রেখেছে কোনটি?
স্থগিত লেনদেন বলতে কাকে বোঝায়?
বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত ও সর্বোৎকৃষ্ট মাধ্যম কোনটি?
'মূল্য সংরক্ষণ এবং বিনিময়ের মাধ্যমই হলো অর্থ' সংজ্ঞাটির উৎস কোনটি?
'যা বিনিময়ের মাধ্যমে সবার কাছে গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে তাই মুদ্রা'। সংজ্ঞাটি দিয়েছেন কোন অর্থনীতিবিদ?
রাকিব তার উপার্জন থেকে ১,০০০ টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রাখে। এখানে অর্থ কী হিসেবে কাজ করছে?
'মুদ্রা এমন একটি বস্তু যা সকলেই দেনা-পাওনা মেটাতে ও ঋণ পরিশোধে ব্যবহার করে'। উক্তিটি কার?
দ্রব্যের দাম ও ব্যবসাগত কার্যকলাপের পাওনা হিসেবে অর্থকে সংজ্ঞায়িত করেন কোন অর্থনীতিবিদ?
কোনটিকে ঋণের ভিত্তি হিসেবে গণ্য করা হয়?
আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে কোনটির গ্রহণ সর্বজন স্বীকৃত?
কোনটির প্রচলনের ফলে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ করা সহজ হয়েছে?