মর্গান প্রদত্ত পরিবারের বিবর্তন তত্ত্বে অবাধ যৌনাচারের পরে পরিবারের প্রথম রূপ হলো-
মর্গান তার 'Ancient Society' গ্রন্থে বিবাহ পরিবার সম্পর্কে কী ধরনের ব্যাখ্যা প্রদান করেন?
কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় প্রকার?
সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার কয় প্রকার?
কৃষিভিত্তিক গ্রামীণ সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়?
'Matriocal Family' বলতে কোন ধরনের পরিবারকে বোঝায়?
'Patriarchal' শব্দের অর্থ কী?
কোন জাতীয় পরিবার মূলত গণতান্ত্রিক মূল্যবোধের ওপর নির্ভরশীল?
মাতৃপ্রধান পরিবারে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত কে গ্রহণ করে থাকেন?
বিয়ের পর নববিবাহিত দম্পতি কোথায় বাস করবে তার ওপর ভিত্তি করে পরিবারকে কয়টি ভাগে ভাগ করা যায়?
কোন ধরনের পরিবারের সংখ্যা সামগ্রিকভাবে কম?
কোনটি প্রসারের ফলে পরিবারের মহিলা সদস্যরা মতামত প্রকাশ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে?
আধুনিক গণতান্ত্রিক সমাজে শিক্ষিত পরিবারগুলোকে সমাজবিজ্ঞানীরা কী নামে আখ্যায়িত করেছেন?
একপত্নীক পরিবারকে সম্মানীয় রীতি বলা হয় কেন?
দাদা-দাদি, বাবা-মা, চাচা-চাচি, ভাই-বোন, ছেলে-মেয়ে, একত্রে বসবাস করে কোন পরিবারে?
'Neolocal Family' বলতে কোন ধরনের পরিবারকে বোঝানো হয়?
প্রথা অনুযায়ী যেসব পরিবারে বিবাহিত নব দম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে তাকে কী বলে?
আধুনিক বিশ্বের অধিকাংশ সমাজে কীরূপ পরিবার দেখা যায়?
যেসব পরিবারে বিবাহিত নব দম্পতি স্ত্রীর মাতৃগৃহে বসবাস করে তাকে কী বলে?
যেসব পরিবারে বিবাহিত নব দম্পতি তাদের কারও পিতৃগৃহে বাস না করে সম্পূর্ণ নতুন বাড়িতে বসবাস করে তাকে কী বলে?