নিজ গোত্রের মধ্যে বিবাহ এবং নির্ধারিত পেশা দেখা যায় কোন ব্যবস্থায়?
অন্তর্গোষ্ঠী বিবাহ রীতি কোন ধর্মীয় সমাজের মধ্যে লক্ষ করা যায়?
'আমি বিশ্বাস করি যে, দুটি নর-নারীর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় সম্পর্ক যদি থাকে তা হলো বিবাহ'-উক্তিটি কার?
বিবাহের মাধ্যমে জন্ম নেয়া সন্তান কীসের উত্তরাধিকার হয়?
বিবাহের প্রধান লক্ষ্য কী বলে তুমি মনে কর?
বিবাহ যৌন জীবনে কীরূপ প্রভাব ফেলে?
পতিতাবৃত্তি, ইভটিজিং, পরকীয়া ইত্যাদি অনাচার প্রতিরোধে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
বিবাহ হচ্ছে একমাত্র মাধ্যম যা একজন পুরুষ ও একজন মহিলাকে দাম্পত্য জীবনের-
i. সামাজিক স্বীকৃতি দেয়
ii. ধর্মীয় স্বীকৃতি দেয়
iii. আইনগত স্বীকৃতি দেয়
নিচের কোনটি সঠিক?
বিবাহ কখনো বা সুযোগ সৃষ্টি করে-
i. রাজনৈতিক কার্যাবলির
ii. নতুন নতুন কর্মক্ষেত্রের
iii. নতুন অর্থনৈতিক কার্যাবলির
বিবাহের ফলে-
i. পরিবার গঠিত হয়
ii. যৌন জীবন সুনিয়ন্ত্রিত হয়
iii. নারী-পুরুষ অসম বন্ধনে আবদ্ধ হয়
"আধুনিক সমাজে বিবাহ সাধারণত পরিবার গঠনের পূর্বশর্ত” – এ বাক্যটিতে কী ফুটে উঠেছে?
Family শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ল্যাটিন শব্দ Familia-এর অর্থ কী?
কোনটি অকৃত্রিম ও মৌলিক সামাজিক সংস্থা?
'পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্থায়ী এমন একটি সংঘ যেখানে সন্তানাদিসহ বা সন্তানবিহীনভাবে স্বামী-স্ত্রী একত্রে বাস করে।' উক্তিটি কারা দিয়েছেন?
'পরিবার হলো ব্যক্তিদের বৈবাহিক রক্ত সম্পর্ক বা দত্তক সম্পর্কের ভিত্তিতে গঠিত এক দল'- উক্তিটি কার?
সভ্যতার উষালগ্নে মানুষ নানাবিধ প্রয়োজনের তাগিদে কোন জীবনের সূত্রপাত করে?
শিশুর প্রাথমিক শিক্ষা লাভ কোথায় হয়?
পরিবারের সঙ্গে ব্যক্তির সম্পর্ক কীরূপ?
'Marriage and the Family' গ্রন্থের রচয়িতা কে?