পরিবারের সদস্যরা পরস্পর আবদ্ধ-
i. রক্ত সম্পকীয়সূত্রে
ii. আত্মীয়তারসূত্রে
iii. বৈবাহিকসূত্রে
নিচের কোনটি সঠিক?
যেসব প্রয়োজন মেটাতে পরিবারের উদ্ভব ঘটে তা হলো-
i. সন্তানের প্রতি স্নেহ ও আবেগ
ii. প্রাথমিক শিক্ষা গ্রহণ
iii. অর্থনৈতিক নিরাপত্তা ও সহযোগিতা
সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি?
পারিবারিক বন্ধনের মূল চাবিকাঠি হলো-
i. পারস্পরিক স্নেহ
ii. মায়া-মমতা
iii. সম্প্রীতি
পরিবার গড়ে ওঠে কেন?
মানুষ মাত্রই কোন ধরনের জীবনের সাথে সম্পর্কযুক্ত?
ব্যক্তির ব্যক্তিত্ব ও চরিত্র গঠনের ক্ষেত্রে কীসের ভূমিকা অনস্বীকার্য?
সমাজের সদস্যদের শারীরিক ও মানসিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
বিভিন্ন সামাজিক সংগঠনের কেন্দ্র কোনটি?
কোনটি সামাজিক অনুশাসনের অধীন?
'Ancient Law' গ্রন্থটির রচয়িতা কে?
Mother Right' গ্রন্থটির রচয়িতা কে?
সংঘ হিসেবে পরিবার সমাজের গুরুত্বপূর্ণ সংগঠনসমূহের মধ্যে সবচেয়ে-
i. স্থায়ী
ii. পরিবর্তনশীল
iii. স্বল্পস্থায়ী
পরিবারের মধ্যেই শিশু পরিচিত হয় সমাজে প্রচলিত-
i. নৈতিক আদর্শের সাথে
ii. আচার-আচরণের সাথে
iii. নিয়মানুবর্তিতার সাথে
পরিবারের উৎপত্তি সংক্রান্ত মতবাদকে কয়টি ধারায় ভাগ করা হয়?
“পরিবার মানব সমাজের আদি সামাজিক সংগঠন" - এটি কার মত?
'মানবসমাজে আদিতে যৌন জীবনের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। পরে যথাক্রমে মাতৃপ্রধান পরিবার ও পিতৃপ্রধান পরিবারের সূত্রপাত ঘটে' – একথা কে বলেছেন?
মর্গানের মতে যৌনজীবনের দ্বিতীয় স্তর কোনটি?
কার মতে, আদি মাতৃপ্রধান পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবেই রোমান পিতৃপ্রধান পরিবারের আবির্ভাব ঘটে?
“মানুষ শুরু থেকেই একক বিবাহভিত্তিক পরিবারে বসবাস করতো”- এ মতটি কার?