'Exogamous Family' শব্দের অর্থ কী?
'Endogamous Family' শব্দের অর্থ কী?
'Egalitarian Family' এর অর্থ কোনটি?
যৌথ পরিবারে অর্থনৈতিক কাজকর্মসহ অন্যান্য কাজকর্ম পরিবারের সদস্যবৃন্দরা সম্পাদন করেন পারস্পরিক
i. সহযোগিতার মন নিয়ে
ii. প্রতিযোগিতার মন নিয়ে
iii. সহমর্মিতার মন নিয়ে
নিচের কোনটি সঠিক?
পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে বিভক্ত পরিবারের অন্তর্ভুক্ত হলো-
i. এক বিবাহভিত্তিক পরিবার
ii. বহির্গোত্র বিবাহভিত্তিক পরিবার
iii. অন্তর্গোত্র বিবাহভিত্তিক পরিবার
যৌথ পরিবারের সদস্যদের মধ্যে পরিবারের দায়িত্ব কর্তব্যগুলো বণ্টিত হয়-
i. লিঙ্গের ভিত্তিতে
ii. বয়সের ভিত্তিতে
iii. পারদর্শিতার ভিত্তিতে
স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে ভাগ করা যায়-
i. বহু স্ত্রী বিবাহভিত্তিক পরিবার
ii. বহু স্বামী বিবাহভিত্তিক পরিবার
iii. দলগত বিবাহভিত্তিক পরিবার
পুনালুয়ান পরিবার ব্যবস্থায় বিবাহ সম্পন্ন হতো-
i. একদল ভাইয়ের সঙ্গে এক দল বোনের
ii. একদল ভাইয়ের সঙ্গে এক দল মহিলার
iii. একদল বোনের সঙ্গে এক দল পুরুষের
কালক্রমে সব সমাজেই বহু স্ত্রী বিবাহভিত্তিক পরিবারের সংখ্যা হ্রাস পাওয়ার কারণ হিসেবে যথার্থ-
i. আধুনিক শিক্ষা
ii. জনসংখ্যা বৃদ্ধি
iii. সচেতনতা বৃদ্ধি
আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার?
মাতৃসূত্রীয় পরিবার কাদের মধ্যে পরিলক্ষিত হয়?
সেলিম সম্প্রতি বিয়ে করে বাবা-মার থেকে আলাদা হয়ে অন্যত্র বসবাস করছে। সেলিম কোন ধরনের পরিবারে বাস করে?
বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারকে কীভাবে ভাগ করা যায়?
ক্ষমতার মাত্রার ভিত্তিতে পরিবারকে কয়টি ভাগে ভাগ করা যায়?
গঠন কাঠামোর দিক দিয়ে পরিবার কত প্রকার?
পরিবারকে বিভিন্ন শ্রেণিতে বিভক্তকরণের ভিত্তি কয়টি?
বর্ধিত পরিবারের সদস্যের অন্তর্ভুক্ত হলেন-
i. স্বামী-স্ত্রী
ii. সন্তান-সন্ততি
iii. নাতি-নাতনী
সামাজিক নৃবিজ্ঞানী পিটার মারডক পরিবারের কয়টি প্রধান ভূমিকার কথা বলেছেন?
সমাজবিজ্ঞানী অগবার্ন পরিবারের কয়টি প্রধান কাজের কথা উল্লেখ করেছেন?
পরিবারে শিশুর ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গঠনে কে/কারা যত্নবান থাকেন?