X' এবং 'Y' দুই ব্যক্তি একই প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা একে অপরকে জানেন এবং উভয়ের মধ্যে ভাবের আদান- প্রদান করেন। এক্ষেত্রে 'X' এবং 'Y' এর মধ্যে কোন বিষয়টি গড়ে উঠবে?
মানুষের মাঝে পরিপূর্ণতা আসে কীভাবে?
কৃষিভিত্তিক সমাজে বৈশিষ্ট্য হচ্ছে-
i. গ্রামীণ সম্প্রদায় নির্ভর
ii. পেশাভিত্তিক বিন্যাস
iii. জটিল শ্রমবিভাজন
নিচের কোনটি সঠিক?
মার্কস-এর মতে সমাজ বিকাশের ৪র্থ স্তর কোনটি?
প্রথার বৈশিষ্ট্য হচ্ছে-
i. প্রথা সমাজে সর্বদা বর্তমান
ii. প্রথা মূলত সামাজিক
iii. প্রথা মূল্যবোধ নিরপেক্ষ
সামাজিক স্তরবিন্যাস বলতে যা বুঝায়-
i. সমাজস্থ ব্যক্তিবর্গের ক্রমোচ্চ অবস্থানকে
ii. বিভিন্ন গোষ্ঠীর ক্রমোচ্চ অবস্থানকে
iii. সমাজের সকল মানুষের সমান হওয়াকে
এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সংগঠিত দল (Group) হচ্ছে-
Society গ্রন্থটি কে রচনা করেছেন?
রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?
ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই-
কোন সমাজবিজ্ঞানী সামাজিক গোষ্ঠীকে অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠী এই দু শ্রেণিতে বিভক্ত করেছেন?
কোন গোষ্ঠীতে 'আমরা ভাব' (We feeling) বিদ্যমান থাকে?
সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার মূলভিত্তি হচ্ছে-
ব্যক্তি দলের মধ্যে পরিচিতি অর্জন করে কীভাবে?
সমাজ বিবর্তনের ধারা হচ্ছে-
i. রৈখিক ধারা
ii. চক্রাকার ধারা
iii. কৃত্রিম ধারা
চিরস্থায়ী দল হচ্ছে-
i. জাতি
ii. বিদ্যালয়
iii. গ্রাম
অনুচ্ছেদের গ্রামবাসীদের পারস্পরিক সম্পর্ককে কী বলা যায়?
অনুচ্ছেদের গ্রামটি হচ্ছে একটি গ্রামীণ সমাজের উদাহরণ। কারণ-
i. বাসিন্দারা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে
ii. বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দবোধ রয়েছে
iii. বাসিন্দাদের মধ্যে কিছু ভিন্ন ধর্মের লোক রয়েছে-
উদ্দীপকে কীসের ইঙ্গিত দেওয়া হয়েছে?