সরকার সামাজিক নিয়ন্ত্রণের কাজ-কর্ম চালায়-
i. দুর্নীতি দমন বিভাগের সাহায্যে
ii. পুলিশের সাহায্যে
iii. আইন আদালতের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
সরকারের সামাজিক নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হলো-
i. শাসন ক্ষমতা অক্ষুণ্ণ রাখা
ii. শান্তি-শৃঙ্খলা বজায় রাখা
iii. দেশের সংহতি বজায় রাখা
রাষ্ট্র তার কর্তব্য হিসেবে সমাজ নিয়ন্ত্রণ প্রক্রিয়া অব্যাহত রাখবে-
i. জীবন রক্ষার্থে
ii. সম্পত্তি রক্ষার্থে
iii. স্বাধীনতা রক্ষার্থে
বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান ছাত্রছাত্রীদের-
i. উচ্চশিক্ষার প্রতি ভক্তি-শ্রদ্ধা বাড়ায়
ii. রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করে তোলে
iii. দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে
দুর্ভিক্ষ, প্রাকৃতিক বিপর্যয়, গণহত্যা বা যুদ্ধের চিত্র মানুষকে অনুপ্রেরণা যোগায়-
i. উদার হওয়ার
ii. আত্মকেন্দ্রিক হওয়ার
iii. আত্মত্যাগী হওয়ার
সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. সামাজিক প্রথা
ii. লোকাচার
iii. লোকরীতি
প্রথা, লোকাচার, লোেকরীতি, আদব-কায়দা প্রভৃতি জোরদার করে-
i. সামাজিক ঐক্য
ii. সামাজিক বিশৃঙ্খলা
iii. সামাজিক সংহতি
মানবাচরণ ও সমাজ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে-
i. প্রবাদ-প্রবচন
ii. খনার বচন
iii. শ্লোক
শাস্তির প্রাথমিক লক্ষ্য হলো-
i. কোনো ব্যক্তি যাতে অপরাধ না করে তার নিশ্চয়তা বিধান
ii. শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় অপরাধ কর্মে লিপ্ত হওয়া থেকে বিরত রাখা
iii. ক্ষতিপূরণ
মানুষের আচার-আচরণ, মূল্যবোধ-আদর্শ ইত্যাদিকে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন-
আদিমকাল থেকে কোনটির মাধ্যমে সমাজ নিয়ন্ত্রিত হতো?
'Means of Social Control' নামক বইটি কে রচনা করেন?
আধুনিককালের সমাজ নিয়ন্ত্রণের শক্তিশালী মাধ্যমে কোনটি?
সামাজিক নিয়ন্ত্রণের বাহন-
i. রাষ্ট্র
ii. জনমত
iii. বিচ্যুতি
সমাজের প্রধান উদ্দেশ্য কোনটি?
'সভ্যতা বলতে আমরা এমন একটি সাংস্কৃতিক জটিল রূপকে বুঝি যা কয়েকটি সুনির্দিষ্ট সমাজের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহের দ্বারা গঠিত'- সংজ্ঞাটি কার?
পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক সামাজিক সম্পর্ক নয় কেন?
সামাজিক গতিশীলতা প্রধানত কয় ধরনের হয়ে থাকে?
কীসের মাধ্যমে আদিম সমাজের লোকদের সামাজিক মর্যাদা প্রকাশ পেত?
'মানুষের চিন্তা-ভাবনা' কোন ধরনের সংস্কৃতি?