মার্কসের মতানুযায়ী সমাজব্যবস্থা কয়টি ধাপ পার হয়ে এসেছে?
চিরস্থায়ী দল কোনটি?
হার্বার্ট স্পেন্সার 'The Principles of Sociology 'গ্রন্থে কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন?
সামাজিক নিয়ন্ত্রণের কোন বাহন শুধু অপকর্মকে নিরুৎসাহিতই করে না অপকর্মের চিন্তা ও বাসনাকেও অবদমিত করে?
রাফি, সেতু ও অর্ণবের রীতি-নীতি, ধর্ম, ভাষা একরকম এবং তারা একই এলাকায় বসবাস করে। তাদের মধ্যে কোনটি প্রকাশ পেয়েছে?
যুব সমিতি কোনটির উদাহরণ?
আদিম সাম্যবাদী সমাজে কীসের ভিত্তিতে শ্রম বিভাজন ছিল?
'অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হচ্ছে সামাজিক কার্যপ্রণালির প্রতিষ্ঠিত প্রথা-প্রক্রিয়া বা নিয়মাবলি'- উক্তিটি কার?
ট্যাবু বলতে কোনটিকে বোঝায়?
চা-পান, ধূমপান ইত্যাদিকে কী নামে আখ্যায়িত করা যায়?
সাধারণত যেসব বৈশিষ্ট্য থাকলে যেকোনো জনসমষ্টিকে সমাজ বলা হয় তা হলো-
i. বহু লোকের সংঘবদ্ধ বসবাস
ii. সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য
iii. সংঘবদ্ধ মানুষের প্রতিযোগিতা
নিচের কোনটি সঠিক?
শিল্প সমাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য তথ্য হলো, এ সমাজে-
i. ব্যক্তি স্বাধীনতা উপস্থিত
ii. মুক্ত বাণিজ্য বিদ্যমান
iii. নির্বাচনের মাধ্যমে পদ লাভের ব্যবস্থা
সমাজহীন মানুষের অস্তিত্ব কল্পনাতীত। কারণ-
i. মানুষের জন্ম ও বৃদ্ধিলাভ সমাজেই
ii. সমাজের মধ্যে মানুষের মৃত্যু হয় না
iii. সমাজেই মানুষের জীবন শুরু এবং শেষ
সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে-
i. সামাজিক লোকরীতির ওপর ভিত্তি করে
ii. কোনো গোষ্ঠীর ওপর ভিত্তি করে
iii. লোকাচারের ওপর ভিত্তি করে
ম্যাকাইভারের দৃষ্টিকোণ থেকে সম্প্রদায়ের মূল ভিত্তি হলো-
i. সামাজিক সংহতি
ii. এলাকা
iii. সম্প্রদায়গত মানসিকতা
শিল্প যুগকে প্রধানত কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে?
সুজনের এলাকায় সবাই একটি নিয়ম মেনে চলে, তা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে বরকে আগে মিষ্টিমুখ করানো হয়। এ বিশ্বাসের সাথে সাদৃশ্য পাওয়া যায় কোনটির?
প্রথার কয়টি বৈশিষ্ট্য রয়েছে?
হার্বার্ট স্পেন্সারের সমাজের শ্রেণিবিভাগ হলো-
i. Militant বা সংগ্রামশীল সমাজ
ii. Folk Society বা গ্রাম্যসমাজ
iii. Industrial বা শিল্পসমাজ
সভ্যতা বলতে বোঝায়-
i. প্রাকৃতিক পরিবেশের আশির্বাদপুষ্ট ফসল
ii. একটি সাংস্কৃতিক গড় ফল
iii. উন্নত ধরনের শিল্পকলা, বিজ্ঞান ও ধর্ম