উদ্দীপকে শিক্ষক সামাজিক বিজ্ঞানের কোন প্রত্যয়ের কথা বলেছেন?
উক্ত প্রত্যয়ের মৌলিক কার্যাবলিগুলো হলো-
i. সামাজিক সম্পর্ক বজায় রাখা
ii. মৌল মানবিক চাহিদা পূরণ
iii. মানুষে মানুষে প্রতিযোগিতা সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
অনুচ্ছেদে উল্লেখিত ঘটনার মধ্যে কোনটিকে অনুষ্ঠান বলা যাবে?
অনুচ্ছেদে যে সকল প্রথা দেখা যায় তা হলো-
i. কনে দেখা
ii. আংটি পরানো
iii. বিয়ের প্রস্তাব দেওয়া
ফিরোজ সাহেবের আচরণ নিচের কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ?
উক্ত আচরণের কারণে ফিরোজ সাহেব-
i. পারিবারিকভাবে সম্মানিত হবেন
ii. সামাজিকভাবে সম্মানিত হবেন
iii. রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত হবেন
উদ্দীপকে শিক্ষক সমাজবিজ্ঞানের কোন বিষয়টির কথা বলেছেন?
অনুচ্ছেদে সামাজিক নিয়ন্ত্রণের কীরূপ বাহনের ইঙ্গিত রয়েছে?
সামাজিক নিয়ন্ত্রণের উত্ত বাহন-
i. সমাজের মানুষকে সচেতন করে
ii. ইতিবাচক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. বিনোদন প্রদান করে
সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবন যাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করে
রহিমের আচরণে সমাজবিজ্ঞানের যে প্রত্যয়টির অভাব লক্ষ করা যায়-
পাড়ার মুরব্বীদের এ ধরনের কর্মকান্ডের ফলে সমাজে-
i. সামাজিক প্রগতি রক্ষা পাবে
ii. সামাজিক শৃঙ্খলা বজায় থাকবে
iii. সামাজিক বিচ্যুতি হ্রাস পাবে
বশির, কামাল ও সুদর্শন শিকদারের ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকাকে সমাজবিজ্ঞানের ভাষায় কী বলা যাবে?
বশির, কামাল ও সুদর্শন শিকদার সংগঠিত হয়েছে-
i. স্বতঃস্ফূর্তভাবে
ii. স্বার্থ কিংবা উদ্দেশ্য নির্ণয় না করে
iii. স্বার্থ বা উদ্দেশ্যকে সামনে রেখে
আলম মাস্টার তার নাতি-নাতনিদের কাছে কোন সময়ের চিত্র তুলে ধরেছেন?
উক্ত সমাজের বৈশিষ্ট্য হলো-
i. ফসল উৎপাদন
ii. বিনিময় প্রথা
iii. শ্রেণিহীন
প্রতিষ্ঠান কী?
সমাজের চালিকা শক্তি কোনটি?
'প্রতিষ্ঠান হলো মানুষের অভ্যাসগত কর্মপন্থা যা সমাজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, প্রতিষ্ঠিত ও বিন্যস্ত'- উক্তিটি কে করেছেন?