ক্রিয়াবাদীদের মতানুযায়ী সমাজে মানুষে মানুষে বিভেদ দেখা দেওয়ার কারণ কী?
মার্কসের মতে স্তরবিন্যাস যেটির প্রতীক-
i. অবিচারের
ii. সাম্যের
iii. শোষণের
নিচের কোনটি সঠিক?
সামাজিক অসমতা উৎপত্তি লাভ করে-
i. প্রাকৃতিক উপাদানের ভিত্তিতে
ii. সামাজিক উপাদানের ভিত্তিতে
iii. রাজনৈতিক উপাদানের ভিত্তিতে
মার্কস মনে করেন, অর্থনীতিকে কেন্দ্র করে সমাজে কয়েকটি শ্রেণির উদ্ভব হয়। উক্ত শ্রেণি যেটিকে নির্দেশ করে-
i. বুর্জোয়া
ii. শ্রমিক
iii. সর্বহারা
কেউ ইচ্ছা করলেই জাতিবর্ণের সদস্যপদ ত্যাগ করতে পারে না। এর যৌক্তিক কারণ হিসেবে বলা যায়
i. ধর্মীয় বিশ্বাস
ii. উত্তরাধিকার সূত্র
iii. সামাজিক সংহতি
জাতিবর্ণের ক্ষেত্রে প্রাচীন ধর্মীয় সাহিত্য এবং ধ্যান-ধারণার যে প্রভাব পরিলক্ষিত হয়-
i. জন্মগতভাবেই মর্যাদা নির্ধারিত
ii. উঁচু-নিচু অবস্থা সমাজে থাকবে
iii. উচ্চ বর্ণকে সর্বদা সমীহ করতে হবে
কোন শতাব্দীতে সামন্ত রাষ্ট্রের জন্য আইনের তত্ত্ব সৃষ্টি হতে থাকে?
জাতিবর্ণগুলো মূলত এক একটি-
দাসনির্ভর সমাজে উচ্চ শ্রেণি কোনটি?
'চরম অবস্থায় দাস হচ্ছে সম্পূর্ণ অধিকারবিহীন ব্যক্তি বা মালিকের অস্থাবর সম্পত্তি।' উক্তিটি কার?
কোন সমাজবিজ্ঞানী আগামীতে শ্রেণিহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন?
শ্রেণি সম্পর্কে মার্কসের মূল গবেষণার ক্ষেত্র ছিল-
i. বুর্জোয়া শ্রেণির উদ্ভব ও পুঁজিবাদের সূচনা
ii. সর্বহারা শ্রেণির উদ্ভব ও তাদের সংগঠিত হওয়া
iii. পুঁজিপতিদের সঙ্গে সর্বহারা শ্রেণির দ্বন্দ্ব
শ্যামপুর গ্রামের সমাজব্যবস্থায় কী লক্ষ করা যায়?
আধুনিক শিল্পায়িত সমাজে চৌধুরী সাহেবের স্থলে অবস্থান করেছেন কারা?
আঃ রহিম মিঞার গ্রামের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
উক্ত বিষয়ের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায়-
i. মাত্রায় অভিন্ন
ii. সর্বজনীন
iii. সামাজিক
উদ্দীপকে উল্লেখিত শ্রমবিভাগটি সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনকে ইঙ্গিত করছে?
উক্ত প্রথার বৈশিষ্ট্য হলো-
i. ভূমিদাসরা ছিল আধা স্বাধীন শ্রেণি
ii. এস্টেট ছিল এক একটা রাজনৈতিক গোষ্ঠী
iii. ভূমিদাসদের রাজনৈতিক ক্ষমতা ছিল
উদ্দীপকের সাথে প্রাচীন সমাজের কোন প্রথার মিল পাওয়া যায়?
উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন রূপটির ইঙ্গিত করা হচ্ছে?