গড় আয় বৃদ্ধির ফলে কত বছরে অবসর প্রদান করা হয়?
যেসব মনোভাব থেকে প্রবীণের প্রতি বৈষম্যমূলক আচরণ জন্ম নেয় তা হলো, প্রবীণরা-
i. জৈবিকভাবে অযোগ্য
ii. আবেগীয় দিক থেকে অস্থিতিশীল
iii. সামাজিকভাবে অযোগ্য
নিচের কোনটি সঠিক?
বাধ্যতামূলক অবসর প্রদানের যুক্তি হলো-
i. বার্ধক্যে মানসিক বিকারগ্রস্থতা দেখা দেয়
ii. প্রবীণদের অবসর প্রদান করলে নবীণদের জন্যে কার্যক্ষেত্র সৃষ্টির সুযোগ ঘটে
iii. বার্ধক্যে কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়
সমাজে প্রবীণরা অনেক সময় অবহেলার শিকার হন, এর মূল কারণ-
i. প্রবীণদেরকে অনুৎপাদনশীল ও অক্ষম মনে করা হয়
ii. প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতা বেশি থাকে
iii. কর্মদক্ষতা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়
কত সালে রবার্ট বাটলার Ageism শব্দটি চয়ন করেন?
"জীবন মানে কর্ম, আর কর্ম মানেই জীবন।” এটি কোন তত্ত্বের মূল কথা?
সামাজিক নিরাপত্তা বিশ্ব মানবাধিকার ঘোষণার কত নং অনুচ্ছেদে সন্নিবেশিত?
বাংলাদেশে জাতীয় বাজেটের কত শতাংশ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেয়া হয়?
সামাজিক নিরাপত্তা কোন ধরনের ব্যবস্থা?
সাধারণ অর্থে আমেরিকাতে জনগণের কল্যাণার্থে পরিচালিত কর্মসূচিকে কী বলা হয়?
. বাংলাদেশে মহিলাদের মাতৃত্বকালীন ছুটি আইন কত সালে প্রণীত হয় ?
সামাজিক নিরাপত্তা লাভ নাগরিকদের কীরূপ অধিকার হিসেবে স্বীকৃত?
মানুষের জীবনের বিপর্যয় মোকাবিলায় কোনটির উদ্ভব হয়েছে?
ব্যক্তির মর্যাদা ও ব্যক্তিত্ব বিকাশে কোনটি অপরিহার্য নয়?
সাধারণত কারা সামাজিক সাহায্যের আওতাভুক্ত?
বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয় কত সাল থেকে?
H2O সামাজিক নিরাপত্তা কনভেনশন কত সালে নিরাপত্তার উপাদানসমূহের প্রতি গুরুত্বারোপ করে?
উপমহাদেশে প্রভিডেন্ট ফান্ড আইন কত সালে প্রণীত হয়?
সামাজিক নিরাপত্তার মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-
i. নাগরিকের মানবিক অধিকার
ii. আইনগত ভিত্তি বিদ্যমান
iii. জনগণের স্বীকৃতি
সামাজিক নিরাপত্তা সেবা সরবরাহ করে
i. বেসরকারি সংস্থাসমূহ
ii. সরকার
iii. সরকার নির্ধারিত সংস্থাসমূহ