কীসের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে কৃষ্ণ নারীবাদের সূচনা হয়?
'স্তরবিন্যাস বা স্তরায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি এবং গোষ্ঠীকে মোটামুটি স্থায়ীভাবে উঁচু-নীচু মর্যাদার ক্রমানুসারে সাজানো হয়।' সংজ্ঞাটি কাদের?
নিবয়ের দাস প্রথাকে কী বলে যুক্তি দেন?
কোন নারীবাদের মতে, পুরুষ নারীকে পরিকল্পিত পদ্ধতি অনুসারে জীবনের প্রতিটি ক্ষেত্রে শোষণ করে?
প্রবীণদের উপসংস্কৃতি গড়ে তোলার কারণ কী?
জেন্ডার বৈষম্যের প্রভাবে সমাজে-
i. নারী নির্যাতন বৃদ্ধি পায়
ii. মানবাধিকার লঙ্ঘিত হয়
iii. সামাজিক উন্নয়ন ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
মার্কসের মতে, পুঁজিবাদী সমাজের ধ্বংসস্তূপের ওপর গড়ে উঠবে-
i. সমাজতান্ত্রিক সমাজ
ii. শ্রেণিহীন সাম্যবাদী সমাজ
iii. রাজতান্ত্রিক সমাজ
এস্টেটভুক্ত মানুষের যে সব বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত ছিল-
i. অধিকার ও কর্তব্য
ii. সম্মান ও মর্যাদা
iii. সুযোগ ও দায়িত্ব
উঁচু-নিচু সামাজিক স্তরবিন্যাসের ভিত্তি হলো-
i. সুযোগ-সুবিধার অসম বণ্টন
ii. দায়িত্ব ও কর্তব্যের অসম বণ্টন
iii. ক্ষমতা ও প্রতিপত্তির অসম বণ্টন
এরিস্টটলের দৃষ্টিতে দাস প্রথা থাকার যুক্তি হলো-
i. মনিব শ্রেণির সেবার জন্যে দাস প্রয়োজন
ii. অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করার জন্যে দাস প্রয়োজন
iii. মনিব শ্রেণি সমাজের মঙ্গল চিন্তার সুযোগ পাবে
শ্রেণি সম্পর্কে মার্কসের মূল গবেষণার ক্ষেত্র ছিল-
i. বুর্জোয়া শ্রেণির উদ্ভব ও পুঁজিবাদের সূচনা
ii. সর্বহারা শ্রেণির উদ্ভব ও তাদের সংগঠিত হওয়া
iii. পুঁজিপতিদের সঙ্গে সর্বহারা শ্রেণির দ্বন্দ্ব
ভারতীয় সমাজে জাতিবর্ণের উৎকৃষ্ট উদাহরণ লক্ষ করা যায়-
i. স্থিতিশীলতার মাপকাঠিতে
ii. সংকীর্ণতার মাপকাঠিতে
iii. প্রাচীনতার মাপকাঠিতে
ঢাকা শহরের একজন প্রতিষ্ঠিত আইনজীবী কোন শ্রেণিভুক্ত?
দাস ব্যবস্থার মূলভিত্তি ছিল কোনটি?
Caste শব্দটি ভারতীয় সমাজে কেন ব্যবহার করা হয়?
এস্টেট প্রথা বলতে বোঝায়-
i. ভূসম্পত্তি
ii. সামাজিক শ্রেণি
iii. অধিকার বা কর্তব্য
সামাজিক স্তরবিন্যাস বলতে বোঝায়-
i. সুস্পষ্ট বিন্যাস
ii. ক্রমানুসারে সাজানো
iii. সমাজের মর্যাদা দান
এস্টেট প্রথার মূল বৈশিষ্ট্য হলো-
i. শ্রম বিভাজন
ii. ভূমি মালিকদের প্রাধান্য
iii. আইন অনুযায়ী মর্যাদা নির্ধারণ
সমাজতাত্ত্বিক নারীবাদ অনুসারে জাতিভেদ, পুঁজিবাদ ও পুরুষতন্ত্রের উৎস হচ্ছে-
i. ক্ষমতা
ii. পরনির্ভরশীলতা
iii. অধস্তনতা
ভারতে দাসদেরকে গৃহভৃত্য হিসেবে রাখা হতো এবং যাবতীয় অর্থনৈতিক কাজকর্ম করানো হতো, কথাটি দ্বারা বোঝা যায়-