উক্ত রূপটির তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হলো-
i . স্থবির সামাজিক গোষ্ঠী বিভাজন ব্যবস্থা
ii. জন্মগত পেশা সহজে পরিবর্তন করা যায় না
iii. জীবনযাত্রার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ মেনে চলা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন প্রকরণের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
উক্ত প্রকরণের তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হলো-
i. অপরিবর্তনীয় গোষ্ঠী বিভাজন
ii. জীবনযাত্রায় সুনির্দিষ্ট বিধিনিষেধ
iii. অন্তঃগোত্রীয় বিবাহপ্রথা
অলকের পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?
রহমতের মর্যাদা এখানে-
উদ্দীপকে সুবোলের কাজের মহিলার মনোভাব সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনকে ইঙ্গিত করে?
উক্ত ধরনটির বৈশিষ্ট্য হলো-
i. এই প্রথা ক্রমোচ্চভাবে সজ্জিত
ii. সদস্যপদ জন্মসূত্রে প্রাপ্ত
iii. সদস্যপদ পরিবর্তনশীল
উদ্দীপকে শিখাদের পূজা বা রান্না ঘরে না যাওয়াটা সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনের ইঙ্গিত করে?
ড. আরিফুল ইসলাম তার বসবাসরত স্থানের কোন শ্রেণিভুক্ত?
ডা. আরিফুল ইসলামের বাবার এলাকায় স্তরবিন্যাস হয়-
i. শিক্ষার ভিত্তিতে
ii. ভূ-সম্পত্তির পরিমাণের ভিত্তিতে
iii. ভূমির মালিকানার ভিত্তিতে
উদ্দীপকে উল্লেখিত স্তরবিন্যাসের তত্ত্বটি কোন মনীষীর?
উক্ত তত্ত্বানুযায়ী শ্রেণির প্রকৃতি কীসের ওপর নির্ভরশীল?
উক্ত বিষয়টিতে সামাজিক স্তরবিন্যাসের কোন তত্ত্বের প্রতিফলন ঘটেছে?
উক্ত তত্ত্বের তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে-
i. সমাজের সীমিত সংখ্যক লোক মেধাবী
ii. মেধাভিত্তিক প্রশিক্ষণ ব্যক্তিকে পরুস্কার উপযোগী করে
iii. ব্যক্তির সাথে ব্যক্তির পার্থক্য প্রাকৃতিক
মর্জিনা কোন ধরনের সামাজিক অসমতার শিকার?
উক্ত ধরনের অসমতা সমাজে যে ধরনের প্রভাব সৃষ্টি করে-
i. উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ কমে যায়
ii. সমাজে ভিক্ষাবৃত্তি বেড়ে যায়
iii. নারীদের সামাজিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়
উদ্দীপকে কোন ধরনের অসমতা প্রতিফলিত হয়েছে?
অনুচ্ছেদে বর্ণিত বিষয়টি বয়স বৈষম্যের ভিত্তিতে সৃষ্ট কীরূপ সামাজিক বৈষম্যকে নির্দেশ করে?
উক্ত বৈষম্যের অবসান হলে-
i. সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে
ii. প্রবীণরা মানসিকভাবে উৎফুল্ল হবে
iii. প্রবীণদের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাবে
রিপনের ঘটনাটি সামাজিক নিরাপত্তার কীরূপ উপায়ের সাথে সাদৃশ্যপূর্ণ?