কোন ধরনের বিমা একটি তৃতীয় পক্ষীয় চুক্তি?
ব্যক্তিগত দুর্ঘটনা বিমার দুর্ঘটনাজনিত ঝুঁকির তৃতীয় শ্রেণিতে কোন ধরনের ঝুঁকি বিদ্যমান?
মানসিক অক্ষমতার জন্য কোন বিমা খোলা হয়?
অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনার খবর যত দ্রুত সম্ভব কাকে অবহিত করতে হবে?
অপ্রকাশিত শর্তসমূহ অনেক বেশি-
i. যৌক্তিক
ii. সর্বজনীন
iii. অযৌক্তিক
নিচের কোনটি সঠিক?
কোন ফরমে বিমাকৃত সম্পদের পূর্ণ বিবরণ থাকে?
দুর্ঘটনার কতদিনের মধ্যে বিমাকারিকে জানাতে হয়?
বিমাকারী প্রতিষ্ঠান উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোন কাজটি করে?
দাবি আদায় ও মীমাংসা প্রক্রিয়া সম্পন্ন হয় যেভাবে তা হলো-
i. বিমাগ্রহীতার পদক্ষেপে
ii. বিমাকারীর পদক্ষেপে
iii. বিমাদাবি পরিশোধে
ফারহান কত ক্ষতিপূরণ পাবে?
কোন ধরনের অগ্নিবিমায় সম্পত্তির বাজারমূল্য বিবেচনায় নেওয়া হয় না?
অগ্নিবিমার বিষয়বস্তু হলো-
i. সম্পদ রক্ষা
ii. সচেতনতা বাড়ানো
iii. ঝুঁকি বণ্টন
অগ্নিবিমার চুক্তি কত বছরের জন্য করা হয়?
আর্থিক বিপর্যয় থেকে কোনটির সৃষ্টি হয়?
'পুরোনো প্রদীপের বদলে নতুন প্রদীপ' বিমাপত্র নিচের কোনটি?
অগ্নিবিমা জাতীয় ও মাথাপিছু আয় বাড়ায়-
i. সামগ্রিক ও ব্যবসায়িক সম্পদ রক্ষার মাধ্যমে
ii. ব্যবসায় ও শিল্পোন্নয়নের মাধ্যমে
iii. ব্যক্তির নিরাপত্তা দেওয়ার মাধ্যমে
দুর্ঘটনার মাধ্যমে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে দুর্ঘটনার সম্ভাব্য কারণ, ক্ষতির পরিমাণ প্রভৃতি জানিয়ে কী করতে হয়?
ক্ষতিপূরণ আদায়ের জন্য কিছু নিয়ম-কানুন অনুসরণ করে-
i. বিমাগ্রহীতা
ii. বিমাকারী
iii. বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তি
ডাকাতি ঝুঁকির পরিমাণ কম বেশি হয় কোনটির কারণে?
বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমাগ্রহীতা কি পেশ করে?