অগ্নিবিমা ব্যবসায়ীগণকে দেয়-
i. মানসিক স্বস্তি
ii. সম্পত্তির আর্থিক ক্ষতি পুনঃস্থাপন
iii. বিমাকৃত সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
বিষয়বস্তুর প্রকৃত ও বাজারমূল্যের আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়া হয় কোন অগ্নিবিমাপত্রে?
যে বিমাপত্রে সুনির্দিষ্ট যাত্রার কথা উল্লেখের পাশাপাশি সময়েরও উল্লেখ থাকে তাকে কী ধরনের বিমা বলে?
নৌ বিমা চুক্তির বৈশিষ্ট্য হলো-
i. এটি ক্ষতিপূরণের চুক্তি
ii. এটি সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা দেয়
iii. জাহাজ, পণ্য ও মাশুল এর বিষয়বস্তু
জাহাজের প্রকৃত সামগ্রিক ক্ষতি সংঘটনের কারণ-
i. তলা ফেটে জাহাজ ডুবি
ii. ঘূর্ণাবর্তে জাহাজ তলিয়ে যাওয়া
iii. পানি ঢুকে সমগ্র সিমেন্ট পাথর হয়ে যাওয়া
রপ্তানিকারকগণ জাহাজিকরণের পর নিচের কাগজ জাহাজ প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকেন-
বিমাগ্রহণকারীর ক্ষতিপূরণ দাবি অযৌক্তিক যখন-
i. তথ্য গোপন করে চুক্তি সম্পাদিত হয়
ii. পূর্ণ তথ্য প্রকাশিত
iii. তথ্য গোপনের ফলে বিষয়বস্তুর ক্ষতি সাধন
কোন ধরনের দলিলপত্র পণ্য উৎপাদনের ক্ষেত্রে জমা দিতে হয়?
অগ্নিবিমা চুক্তির প্রধান উপাদান কোনটি?
আন্দামান শিপিং লাইন কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছে?
রপ্তানিকারক মাল পাঠানোর সময় কোন ধরনের বিমা করেন?
ক কোম্পানি গ কোম্পানির নিকট থেকে কত টাকা আনুপাতিক সাহায্য পাবে?
মি. রবীন.যে বিমাপত্র সংগ্রহ করেন তা কোন ধরনের?
অগ্নিবিমাপত্রের চুক্তি সম্পাদিত হয় যে মাধ্যমে তা হলো-
i. প্রস্তাব ফরম সংগ্রহ ও পূরণ
ii. সম্পত্তি পরিদর্শন ও প্রস্তাব গ্রহণ
iii. প্রস্তাব বাতিল
মানুষের ভুল-ত্রুটির কারণে সৃষ্টি হয় না কোন ধরনের ঝুঁকি?
মি. আয়ানের প্রতিষ্ঠানটি কোন ধরনের অগ্নিকাণ্ডের কারণে বার বার ক্ষতিগ্রস্ত হয়?
কোনটি সম্পত্তি দুর্ঘটনা বিমার উদাহরণ?
যানবাহন বিমার অন্তর্ভুক্ত হলো-
i. মোটরগাড়ি বিমা
ii. বিমান বিমা
iii. মোটর সাইকেল বিমা
কোন বিমাকে অগ্নি বিমাপত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়?
সার্বিক মোটর বিমাপত্রে অর্ন্তভুক্ত করা হয়-
i. বিমাগ্রহীতার পরিবারের সদস্যদের
ii. দুর্ঘটনার কারণে বিমাগ্রহীতার শারীরিক অক্ষমতা
iii. দুর্ঘটনার কারণে বিমাগ্রহীতার মৃত্যু