জীবন বিমার ক্ষেত্রে বিমাগ্রহীতার বয়স প্রমাণের উপযুক্ত উপায় হতে পারে-
i. শিক্ষা সনদপত্র
ii. জন্ম নিবন্ধন সনদ
iii. মন্ত্রীর সার্টিফিকেট
নিচের কোনটি সঠিক?
জীবন বিমায় প্রিমিয়ামের হার নির্ধারণে বিবেচ্য বিষয়ের মধ্যে পড়ে-
i. বিমাকৃত ব্যক্তির বয়স
ii. বিমাকৃত ব্যক্তির সামাজিক মর্যাদা
iii. বিমাকৃত অর্থের পরিমাণ
জীবন বিমায় মৃত্যু বিমাদাবি আদায়ে বিভিন্ন পদক্ষেপের মধ্যে পড়ে-
i. বিমাদাবির ফরম পূরণ
ii. প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্তকরণ
iii. মনোনীত ব্যক্তির প্রমাণ দাখিল
মেয়াদি বিমাপত্রের মঙ্গলজনক দিক হলো-
i. সঞ্চয় সুবিধা
ii. বিনিয়োগ সুবিধা
iii. অর্থ প্রাপ্তির নিশ্চয়তা
জনাব সাকিব ১২ বছর মেয়াদি ১৫ লক্ষ টাকা মূল্যের একটি বিমা পলিসি গ্রহণ করেছেন। জনাব সাকিবের এ ধরনের বিমা পলিসি গ্রহণের উদ্দেশ্য হলো-
i. কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করা
ii. পূর্বসূরীদেরকে আর্থিকভাবে লাভবান করা
iii. এককালীন বড় অঙ্কের অর্থ লাভ করা
নিচের কোনটি জীবন বিমার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
দ্বৈত বিমার ধারণাটি প্রয়োগের ক্ষেত্র?
কোন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণ চুক্তি প্রযোজ্য নয়?
কোন বার্ষিক বৃত্তি মেয়াদ শেষে পরিশোধ করতে হয়?
সম্পত্তি কোন ধরনের বিমার মূল বিষয় নয়?
অবলেখক শব্দটি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য?
মৃত্যুহার পঞ্জি সর্বপ্রথম তৈরি করেন কে?
নিচের কোন পদ্ধতির বিমায় বিমাগ্রহীতা ও বিমাকারী উভয়ই বিমা প্রতিষ্ঠান?
বিমাযোগ্য স্বার্থের উপস্থিতি জীবন বিমার কোন পর্যায়ে থাকা বাধ্যতামূলক?
দ্বৈতবিমা ধারণাটির প্রযোজ্য ক্ষেত্র হচ্ছে-
জীবন বিমার পলিসি গ্রহণের জন্য নিচের কোনো সম্পর্কের মধ্যে বিমাযোগ্য স্বার্থ প্রমাণ করার প্রয়োজন নেই?
সাধারণ বিমার মূল বিষয় হলো-
বিমাগ্রহীতা কর্তৃক পরিশোধিত প্রিমিয়ামের যে অংশ বিমাপত্র ফেরতদানের সময় বিমাগ্রহীতাকে পরিশোধ করা হয় তাকে বলে-
বিমা চুক্তির অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত হয়-
কোনটি বিমাচুক্তির বিশেষ উপাদান?