প্রিমিয়ামের পরিমাণ বিমাগ্রহীতার কিসের উপর নির্ভর করে?
অভ্যন্তরীণ আয়ের হার দ্বারা বাট্টাকরণের ফলে প্রকল্পের নিট বর্তমান মূল্য-
বহুজীবন বিমাপত্র হিসেবে গণ্য হয় নিচের কোনটি?
পত্রকোষ বিনিয়োগের ফলে যে সুবিধা পাওয়া যায় তা হলো-i. মুনাফা বৃদ্ধি পায়ii. ঝুঁকি হ্রাস পায়iii. মুনাফা নিশ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
নিচের কোন জীবন বিমাপত্র বার্ধক্যে ব্যক্তিকে সুবিধা দিতে পারে না?
ব্যবসায়ে অর্থায়নের প্রধান উদ্দেশ্য হলো-
i. সম্পদের ক্রমাগত বৃদ্ধি
ii. মুনাফার ক্রমাগত বৃদ্ধি
iii. জনকল্যাণ সাধন
সাধারণত যুগ্ম বা যৌথ বিমা কোন ধরনের জীবন বিমাপত্রের ক্ষেত্রে অধিক প্রযোজ্য?
নিচের কোন ধরনের জীবন বিমাপত্রের ক্ষেত্রে নবায়ন সুবিধা লাভ করা যায়?
কোন ধরনের জীবন বিমাপত্রের ক্ষেত্রে একজন ব্যক্তি মারা গেলেও বিমাপত্র চালু থাকে?
কোন বিমায় দাবি আদায়ের ক্ষেত্রে মনোনীত ব্যক্তির প্রমাণ দাখিলের প্রয়োজন হয়?
সাময়িক বিমাপত্রে মৃত্যুদাবি পরিশোধ করা হয় কখন?
প্রিমিয়ামের পরিমাণ নিচের কোনটির ওপর বিশেষভাবে নির্ভর করে?
বিমাযোগ্য স্বার্থ রয়েছে এমন ক্ষেত্র কোনটি?
যে বিমাপত্রে মেয়াদ উত্তীর্ণ হলে বিমা দাবি পরিশোধ করা হয় কিন্তু এর মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে অর্থ পরিশোধ করা হয় না তাকে কোন ধরনের বিমাপত্র বলে?
মি. মাকসুদ তার প্রতিষ্ঠানের কর্মীদের সবার জীবন একটা পলিসির অধীনে বিমা করেছেন। তিনি কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করেছেন?
৪২ বছর বয়সের বিমাগ্রহীতার সংখ্যা ১৯১৫ সালে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) এবং বার্ষিক মৃত্যুর সংখ্যা ১০০ জন হলে মৃত্যুহার কত?
বিমাচুক্তি অনুযায়ী বিমাকৃত কারণে ক্ষতি হলে কে ক্ষতিপূরণ দিবে?
বিমা দেশের অর্থনৈতিক অবস্থাকে কীরূপ রাখে?
কোন বিমার মাধ্যমে আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত হচ্ছে?
কফি শপে কোন বিমা কোম্পানির উৎপত্তি হয়?