পে-ব্যাক সময় পদ্ধতির জন্য প্রয়োজন হলো-
i. বাট্টার হার
ii. নগদ আন্তঃপ্রবাহ
iii. প্রারম্ভিক বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
নিট বর্তমান মূল্য পদ্ধতির সুবিধাবলি হলো-
i. অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়
ii. সম্পত্তির ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয়
iii. বাট্টার হার পরিবর্তিত হলেও সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া যায়
অভ্যন্তরীণ মুনাফার হারের সুবিধাসমূহ হলো-
i. সময়মূল্য বিবেচনা করে
ii. উৎপাদন ব্যয় বিবেচনা করে
iii. সকল নগদ প্রবাহ বিবেচনা করে
মূলধন বাজেটিং ব্যবহার করা হয়-
i. স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন
ii. নতুন স্থায়ী সম্পত্তির ক্রয়ে
iii. ব্যবসায়ের আধুনিকায়নে
মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বিবেচ্য-
i. বিনিয়োগের পর্যাপ্ত আয় নিশ্চিতকরণ
ii. বিনিয়োগের পর্যাপ্ততা
iii. ঝুঁকি নিরূপণ
চলতি খরচ হচ্ছে-
i. কাঁচামাল ক্রয়
ii. কর্মচারীদের বেতন
iii. মেশিনারি ক্রয়
নিট বর্তমান মূল্যের (NPV) বিবেচনায় প্রকল্পের গ্রহণ-বর্জন সিদ্ধান্ত হলো-
i. যদি নিট বর্তমান মূল্য শূন্য হয় তাহলে প্রকল্প গ্রহণযোগ্য
ii. যদি নিট বর্তমান মূল্য ধনাত্মক হয় তাহলে প্রকল্প গ্রহণযোগ্য
iii. যদি নিট বর্তমান মূল্য ঋণাত্মক হয় তাহলে প্রকল্প অগ্রহণযোগ্য
নগদে প্রবাহের যথাযথ প্রাক্কলন নির্ভর করে-
i. ভবিষ্যৎ বছরগুলোতে পণ্যের বিক্রয়মূল্যের ওপর
ii. ভবিষ্যৎ বছরগুলোতে পণ্যের বিক্রয়ের পরিমাণের ওপর
iii. ভবিষ্যৎ বছরে কোম্পানির মুনাফার ওপর