৩১০নিট ৪০'-এর ব্যবসায় ঋণের খরচ কত?
নির্দিষ্ট আয় প্রত্যাশী বিনিয়োগকারীদের কোথায় বিনিয়োগ
i . সাধারণ শেয়ারে
ii. অগ্রাধিকার শেয়ারে
iii. কুপন বন্ডে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
নুহা লি. বছরে ১০,০০০টি কলম উৎপাদন ও বিক্রি করে।প্রতিটি কলমের বিক্রয়মূল্য ১২ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ৮ টাকা। বার্ষিক স্থির ব্যয় ২৪,০০০ টাকা। ৪. কতটি কলম বিক্রি করলে মুনাফা শূন্য হবে?
নুহা লি. এর বার্ষিক মুনাফা কত?
পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য হলো-
i. উৎপাদন/বিক্রয়ের সাথে পরিবর্তিত হয়
ii. মোট ব্যয় পরিবর্তিত হয়
iii. এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় স্থির থাকে
কোম্পানি ঝুঁকি সৃষ্টির কারণ হলো—
i. অদক্ষ ব্যবস্থাপনা
ii. শ্রমিক ধর্মঘট
iii. কাঁচামালের অপর্যাপ্ততা
মূলধন ব্যয় হচ্ছে-
i.গড় মূলধন ব্যয়
ii. বাণিজ্যিক কাগজের ব্যয়
iii. বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হার
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
নিখিল লি. এর সাধারণ শেয়ারের বাজারমূল্য ২০০ টাকা প্রতিষ্ঠানটি এ বছর প্রতি শেয়ারে ১৫ টাকা লভ্যাংশ ঘোষণা করে, লভ্যাংশ প্রবৃদ্ধির হার ৫%। মূলধনের অন্যান্য উৎসসমূহের ব্যয় নিম্নরূপ :
সংগ্রহ অগ্রাধিকার শেয়ার ৯%, কর পূর্ববর্তী বন্ডের ব্যয় ১২% এবং সংরক্ষিত আয়ের ব্যয় ১০%। কর্পোরেট কর হার ৪০%
সাধারণ শেয়ারের ব্যয় কত?
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
মি. ইমেল ১০% সুদে ১০,০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নেন।
১০% সরল সুদে ২য় বছর কত টাকা সুদ পাবে?
১০% চক্রবৃদ্ধি সুদে ২ বছর পরে-
i. চক্রবৃদ্ধি সুদ হবে ২,০০০ টাকা
ii. চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে বেশি হবে
iii. সুদাসল হবে ১২,১০০ টাকা