ধারে পণ্য ক্রয় কোন ধরনের ঋণ?
কোন মূলধনের প্রয়োজন মেটাতে মধ্যমেয়াদি অর্থায়নের ব্যবহার করা হয়?
মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস নয় কোনটি?
মধ্যমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে সুদের পরিমাণ কেমন হয়ে থাকে?
কোন প্রতিষ্ঠানগুলো মধ্যমেয়াদি ঋণ থেকে বঞ্চিত হয়ে থাকে?
নিচের কোনটি স্থায়ী মূলধন?
ব্যবসায়ের সঞ্জীবনী শক্তি কী?
স্বল্প সময়ের জন্য বিনিয়োগকৃত মূলধনকে কী বলে?
পণ্যদ্রব্য বাকিতে বিক্রয়ের উদ্দেশ্য কোনটি?
ব্যবসায়ে সর্বাধিক তরল সম্পদ হচ্ছে-
কোনটি তরল সম্পদ?
চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যকে কী বলে?
আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটি?
প্রাপ্য বিলের উৎপত্তি হয় কীভাবে?
কোনটি জামানতযুক্ত অর্থায়ন?
কোনটি স্থির ব্যয়?
মধ্যমেয়াদি অর্থায়নের উৎস নিচের কোনটি?
আলিফ কোম্পানি মিম কোম্পানির নিকট হতে ধারে পণ্য সংগ্রহ করে বিক্রি করে। আলিফ কোং কোন ধরনের ঋণের মাধ্যমে কাঁচামাল ক্রয় করেছে?
জীবন কোম্পানি লি. পরিবর্তনশীল চলতি সম্পদের ১০০% এবং স্থায়ী চলতি সম্পদের ৬০% স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করে। স্থায়ী সম্পদের সম্পূর্ণ এবং স্থায়ী চলতি সম্পদের অংশবিশেষ দীর্ঘমেয়াদি উৎস হতে অর্থায়ন করে। ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে এ প্রতিষ্ঠান কোন নীতি অনুসরণ করে?
স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ হতে পারে-
i. ঋণ রেখা
ii. ঘূর্ণায়মান ঋণ
iii. লেনদেন ঋণ/জমাতিরিক্ত
নিচের কোনটি সঠিক?