ফার্মের নগদ প্রবাহের অন্তর্ভুক্ত-
i. পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ
ii. অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ
iii. বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি নগদ নির্গমনের উদাহরণ?
চলতি মূলধন/কার্যকরী মূলধন প্রয়োজন হয়-
i. কাঁচামাল ক্রয়ে
ii. মজুরি প্রদানে
iii. ভাড়া প্রদানে
নিচের কোনটি নগদ প্রবাহ বিবরণীতে পরিচালন কার্যাবলির অন্তর্ভুক্ত হয়?
মোট্ট বিক্রয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে কী বলে?
প্রকৃত বিক্রয় হতে সমচ্ছেদ বিন্দুর দূরত্বে পার্থক্যকে বলে-
কোনটি চলতি সম্পদ?
নগদ প্রবাহ বিবরণী তৈরির পদ্ধতি কয়টি?
তারল্য অনুপাতের আদর্শমান হলো-
নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?
সুদ ও কর পূর্ববর্তী মুনাফা থেকে সুদ ও কর বাদ দিলে পাওয়া যায়-
নিচের কোনটি চলতি সম্পদ হিসেবে বিবেচিত হয়?
নিচের কোনটি চলতি দায়?
কলকব্জা বিক্রয় হতে নগদ প্রাপ্তি কোন ধরনের কার্যক্রম?
মেসার্স আসলাম ট্রেডিং-এর হিসাব বই থেকে চলতি সম্পদ ১৬,০০,০০০ টাকা ও চলতি দায় ৯,০০,০০০ টাকা পাওয়া গেল। উক্ত প্রতিষ্ঠানটির চলতি অনুপাত কত?
অর্থসংস্থানের বাহ্যিক উৎস কোনটি?
কোথায় প্রতিষ্ঠানের নগদ প্রবাহ ঘটে?
i. বিক্রয় থেকে
ii. চলতি খরচ থেকে
iii. মূলধনী ব্যয় থেকে
চলতি সম্পদে বিনিয়োগ যথেষ্ট পরিমাণে না হলে-
i. উৎপাদন বিঘ্নিত হয়
ii. তারল্য বৃদ্ধি পায়
iii. দেউলিয়াত্ব ঝুঁকি বৃদ্ধি পায়
কোনটিকে চলতি সম্পদ বিবেচনা করা হয়?
নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়-
i. আয় বিবরণী হতে
ii. সংরক্ষিত আয় বিবরণী হতে
iii. তুলনামূলক উদ্বর্তপত্র হতে