বিনিয়োগকৃত অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য কখন সমান হবে?
বর্তমানে বার্ষিক ৯% সুদের হারে ১০,০০,০০০ টাকা ব্যাংকে জমা. রাখলে কত বছরে তা দ্বিগুণ হবে?
কোনো ব্যাংকের DPS এ আগামী ৩ বছরব্যাপী প্রতিবছর ২৪,০০০ টাকা করে জমা রাখা কোন ধরনের নগদ প্রবাহ?
অর্থের সময়মূল্যের সৃষ্টি হওয়ার কারণ কী?
ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে প্রয়োজন-
i. বর্তমান মূল্য
ii. সুদের হার
iii. বছরের সংখ্যা
নিচের কোনটি সঠিক?
বিধি-৭২ কোথায় ব্যবহার করা হয়?
একটি আমানত ৬ বছরে দ্বিগুণ হয়। এক্ষেত্রে বিধি-৭২ অনুযায়ী সুদের হার কত?
কার্যকরী সুদের হার নির্ণয়ে কোন বিষয়ের প্রভাব সমন্বয় করা হয়?
জনাব রাশেদ ১,০০,০০০ টাকা ১০ বছরের জন্য ব্যাংকে ১২% সুদে জমা দিতে চায়। বার্ষিক চক্রবৃদ্ধিতে ১০ বছর পর রাশেদ কত টাকা পাবে?
নিচের কোন উৎসের ব্যয়কে সুযোগ ব্যয় বলা হয়?
বর্তমান মূল্য নির্ধারণের পদ্ধতিকে কী বলা হয়?
কোন চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে?
অর্থের সময়মূল্য নির্ধারণের মূলভিত্তি কোনটি?
মি. সুমন তাঁর ছেলেকে ৫ বছর পর একটি কম্পিউটার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। ৫ বছর পর কম্পিউটারের মূল্য হবে ১০,০০০ টাকা। যদি সুদের হার ১০% হয় তবে উক্ত টাকার বর্তমান মূল্য কত?
অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে অর্ধ-বার্ষিক চক্রবৃদ্ধি হলে-
i. টাকা দ্বিগুণ হতে ৬ বছরের কম সময় লাগবে
ii. টাকা দ্বিগুণ হতে ৬ বছরের বেশি সময় লাগবে
iii. নামিক সুদের হারের চেয়ে কার্যকরী সুদের হার বেশি হবে
বার্ষিক চক্রবৃদ্ধির ধারা কোনটি?
মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m-এর মান কত?
মি. সাব্বির ৫% সরল সুদে ১৬০০ টাকা ধার করেন। ৩ বছরে তাকে কত টাকা সুদ দিতে হবে?
সরল সুদ কিসের ওপর গণনা করা হয়?